West Bengal

1 week ago

Voting in three seat in bengal :বালুরঘাট-সহ বাংলার ৩টি আসনে চলছে ভোটগ্রহণ, সকাল সকাল ভোটদানে উৎসাহ

Voting in three seat in bengal
Voting in three seat in bengal

 

কলকাতা, ২৬ এপ্রিল : লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় শুক্রবার পশ্চিমবঙ্গের তিনটি আসনে চলছে ভোটগ্রহণ। ভোটগ্রহণ চলছে উত্তরবঙ্গের তিনটি আসন দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে। দার্জিলিঙে মোট ভোটারের সংখ্যা ১৭ লক্ষ ৬৫ হাজার ৭৪৪। রায়গঞ্জ আসনে মোট ভোটারের সংখ্যা ১৭ লক্ষ ৯০ হাজার ২৪৫। বালুরঘাটে ভোট দেওয়ার কথা মোট ১৫ লক্ষ ৬১ হাজার ৯৬৬ জনের। বালুরঘাটের হরিরামপুর বিধানসভার মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১৯৪ নম্বর বুথে এবং রায়গঞ্জের গোয়ালপোখর বিধানসভার গোয়াগাঁও-২ গ্রাম পঞ্চায়েতের ২১৩ নম্বর বুথে ভোটারদের হেনস্থা করা এবং মহিলা ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস।

দার্জিলিং : দার্জিলিঙে এ বার মূলত ত্রিমুখী লড়াই। তবে এখানের অঙ্ক যে আর পাঁচটা কেন্দ্রের চেয়ে জটিল, তা মানছেন অনেকেই। বিজেপি এ বারও সেখানে প্রার্থী করেছে দলের বিদায়ী সাংসদ রাজু বিস্তাকে। তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন আমলা গোপাল লামাকে। কংগ্রেস প্রার্থী করেছে মুনীশ তামাংকে।

রায়গঞ্জ : এ বার রায়গঞ্জে প্রার্থী বদল করেছে বিজেপি। ওই কেন্দ্রের দলের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরী চলতি লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা কেন্দ্রের পদ্মপ্রার্থী। রায়গঞ্জে বিজেপি প্রার্থী করেছে কার্তিকচন্দ্র পালকে। তৃণমূল প্রার্থী করেছে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। আর কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতা আলি ইমরান রামজ (ভিক্টর)-কে।

বালুরঘাট : বালুরঘাটে এ বার বিজেপির প্রার্থী দলের রাজ্য সভাপতি তথা এই কেন্দ্রের বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার। তৃণমূল প্রার্থী করেছে দলের পুরনো নেতা তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে। বামেদের তরফে আরএসপি এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে। প্রার্থী হয়েছেন জয়দেবকুমার সিদ্ধান্ত।

গরমের হাত থেকে বাঁচতে সকাল সকাল ভোট দেওয়ার উৎসাহ দেখা গেল মানুষের মধ্যে। বালুরঘাট মণিমেলা পৌর প্রাথমিক বিদ্যালয়ের ৩৯ এ-র ৫১, ৫২, ৫৩ নম্বর বুথে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন দেখা যায়। সকাল সাড়ে পাঁচটা থেকেই ভোটাররা ভিড় জমিয়েছেন ভোটকেন্দ্রের সামনে। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরুর আগেই ভোটারদের লম্বা লাইন পড়ে যায়। মূলত গরমের হাত থেকে বাঁচতেই সকাল সকাল ভোট দিতে এসেছেন বলে জানিয়েছেন ওই ভোটারেরা। সকাল সকাল ভোট দিলেন প্রাক্তন আমলা তথা দার্জিলিঙ কেন্দ্রের ভোটার হর্ষবর্ধন শ্রীংলা। ভোটগ্রহণ শুরুর কিছু সময় পরেই ভোট দিলেন দার্জিলিং কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা।


You might also like!