দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টাইগার শ্রফের অ্যাকশন অভিজ্ঞান নতুন মাত্রা পেল ‘বাগি ৪’-এর ট্রেলার মুক্তির মাধ্যমে। ছবির ট্রেলারে টাইগার এক ভয়ংকর ও শক্তিশালী চরিত্র হিসেবে তার উপস্থিতি জানান দিলেন। ‘বাগি’র চতুর্থ ফ্র্যাঞ্চাইজির এই ঝলকে, অভিনেতা এক নতুন, হিংস্র অবতারে ধরা দিয়েছেন। যখন কখনো হাতে দৈত্যাকার ‘বুচার নাইফ’ বা দাঁ-কুড়ুল, কখনো আবার ঠোঁটে লোহার রড বা সিগারেট, প্রতিটি দৃশ্য যেন নতুন এক উত্তেজনার জন্ম দেয়। টাইগারের অ্যাকশন সিকোয়েন্সগুলো এতোই তীব্র যে, ট্রেলার দেখার পর বলিউডের সঙ্গে নেট দুনিয়াতেও চর্চা শুরু হয়ে গেছে। "এবার রক্তগঙ্গা বইবে,"—টাইগারের গর্জন এই ট্রেলারে যেন পুরোপুরি সত্যি হয়ে উঠেছে। চোখের পলকেই তিনি একের পর এক শত্রুকে নস্যাৎ করে দেন, আর চারপাশে ছড়িয়ে পড়ে রক্তের স্রোত। এমনকি, সিনেমায় চোখ ধাঁধানো হিংস্রতার জন্য অনেকেই একে ‘অ্যানিম্যাল’ ছবির সঙ্গে তুলনা করছেন, যা ২০২৩ সালে মুক্তি পেয়ে রক্তারক্তি ও অ্যাকশন দৃশ্যের জন্য আলোচনায় ছিল। এছাড়াও, ট্রেলারে আরও একটি দৃষ্টিগ্রাহী দিক হলো সঞ্জয় দত্তের ভিলেন চরিত্র। সঞ্জয় দত্ত, যিনি টাইগারের প্রেমিকার উধাও হয়ে যাওয়ার পিছনে মুখ্য ভূমিকা পালন করছেন, তার সঙ্গে টাইগারের সম্মুখ সমরে দেখা যাবে। ট্রেলারেই জানা গেছে, ‘বাগি ৪’-এর গল্প প্রেম, প্রতিশোধ, রোম্যান্স এবং অ্যাকশনের এক নতুন মিশ্রণ হয়ে উঠবে।
টাইগার শ্রফের ভক্তদের উল্লাস এখন তুঙ্গে।একদিকে তাঁর ‘রনি’ চরিত্রের অগ্নিমূল্য অবতার তো অন্যদিকে তার অ্যাকশন দৃশ্যের তীব্রতা, ‘বাগি ৪’-এর ট্রেলারে এক নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছে বলে ধারণা করছেন অনেকে। টাইগারের এই নতুন রূপের প্রশংসা অনেকেই করছেন, আবার কিছু দর্শক তুলনা করছেন রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবির সঙ্গে, যেখানে হিংস্রতা ও অ্যাকশনকেও এক ভিন্ন মাত্রায় তুলে ধরা হয়েছিল। তবে, বেশিরভাগ সিনেমা প্রেমী মনে করছেন, ‘বাগি ৪’ এই ধরনের ছবি হিসেবে অ্যানিম্যালকেও হার মানাবে।
ট্রেলার দেখে আবার অনেকে রণবীর কাপুরের সঙ্গে টাইগার শ্রফের তুলনা টেনেছেন। কারও মতে আবার, ‘প্রচেষ্টা ভালোই, তবে রণবীরই আসল গুরু! ওঁকে টপকানো দায়।’ ‘হিরোপন্তি’ স্টার বলিউডের বক্স অফিসে সেভাবে পায়ের তলার মাটি শক্ত করতে না পারলেও মাল্টি স্টারার ছবিতে কিন্তু তাঁর কদর কম নয়। ‘বড়ে মিঞা’ অক্ষয় কুমারের ‘ছোটে মিঞা’ হয়ে অ্যাকশন তারকা হিসেবে ধরা দিয়েছেন। সেই ছবি অবশ্য বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। এদিকে গতবছর রোহিত শেট্টির তারকাখচিত ‘সিংহম এগেইন’ ছবিতে লক্ষ্মণ বেশে রাম অজয় দেবগণের পাশে থেকে প্রশংসা কুড়িয়েছেন। এবার ‘বাগি ৪’-এর ট্রেলারে হাড়হিম করা অবতারে ধরা দিলেন টাইগার শ্রফ।
এবার দেখা যাক, ‘বাগি ৪’-এর ট্রেলার মুক্তির পর ছবিটি বক্স অফিসে কতটা সাড়া ফেলে। তবে একথা স্পষ্ট, ট্রেলারের অভ্যন্তরীণ আকর্ষণ ও অ্যাকশন দৃশ্যের জন্য দর্শকদের মধ্যে ‘বাগি ৪’ নিয়ে বেশ প্রত্যাশা তৈরি হয়েছে।