kolkata

1 week ago

Shortage Of Bus: তিলোত্তমায় বাস পেতে হয়রানির মুখে পড়তে হতে পারে নিত্যযাত্রীদেরকে! কিন্তু কেন?

Daily commuters may be harassed to get a bus in Tilottama!
Daily commuters may be harassed to get a bus in Tilottama!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শহর কলকাতায় বহু মানুষের যাতায়াতের সম্বল বাস। কিন্তু, এবার ১৫ বছর পুরনো বাস নিয়ে 'সংকট'? মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় জুন মাস নাগাদ কলকাতা এবং শহরতলিতে কয়েক হাজার বাস বসে যাবে, আশঙ্কা করা হচ্ছে এমনটাই।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, কলকাতা এবং শহরতলি অঞ্চলে চলে প্রায় তিন হাজার ২০০ মতো বাস চলে। এর মধ্যে দেড় হাজার বাস যদি কোনও কারণে উঠে যায় তাহলে সমস্যায় পড়বেন যাত্রীরা। শুধু তাই নয়, এই বিপুল পরিমাণ বাস উঠে গেলে সেই শূন্যস্থান পূরণ করতেও সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে।

এই প্রসঙ্গে অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির তরফে রাহুল চট্টোপাধ্যায় বলেন, 'অনেক রুটে বাস বাতিল হয়েছে। কিন্তু, সেই জায়গায় নতুন করে পারমিট নিয়ে কেউ বাস নামাতে চাইছে না। বাস মালিকরা অনেকেই আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন। জুন জুলাই মাসের পর কিছু রুটে সংকট আরও প্রকট হবে।'

কোন কোন রুট 'সংকটে'?

সূত্রের খবর, কদমতলা এসপ্ল্যানেড রুটে পাঁচটি বাস চলছে দশের মধ্যে। অবস্থা শোচনীয় টিকিয়াপাড়া সল্টলেক রুটের ক্ষেত্রেও। সেখানে ২৫টি বাসের মধ্যে মাত্র দুটি সক্রিয়। জাপানি গেট এবং এসপ্ল্যানেড রুটেও ৩০টি বাসের মধ্যে মাত্র দুটি চলাচল করে। কামারডাঙা এবং এসপ্ল্যানেড রুটের অবস্থাও খুব একটা ভালো নয়।

সেই জায়গায় দাঁড়িয়ে জুন মাসের পর এই রুটগুলি আদৌ কতটা বাঁচানো সম্ভব হবে! তা নিয়ে সন্দেহ রয়েছে। এদিকে নির্বাচনের জন্য একাধিক বাস তুলে নেওয়া হয়েছে। ফলে বিভিন্ন রুটের যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এর মধ্যে 12C, 12C/1, 18, 83, 45 রুটগুলিতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছেন 'সিটি সাবার্বান বাস সার্ভিস'-এর সাধারণ সম্পাদক টিটু সাহা।

শুক্রবার উত্তরবঙ্গে প্রথম দফার নির্বাচন। প্রথম দফায় কোচবিহার, আলিপুদুয়ার এবং জলপাইগুড়িতে অনুষ্ঠিত হবে নির্বাচন। আর প্রথম দফার জন্য কলকাতা এবং দক্ষিণবঙ্গ থেকে প্রায় ৪০০টি বাস নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। যে বাসগুলি নেওয়া হয়েছে তারা নির্বাচনী প্রক্রিয়া পূরণ হওয়ার পর ফিরবে বলে জানা যাচ্ছে।

এদিকে এর ফলে অফিস ফেরত যাত্রীদের পড়তে হচ্ছে বিপাকে। যাত্রীদের একাংশের দাবি, অফিস থেকে ফেরার সময় এবং যাওয়ার সময় প্রবল বাসের সংকট পোহাতে হচ্ছে তাঁদের।

You might also like!