Life Style News

1 week ago

Snake Free State in India: এই রাজ্যে একটিও সাপ নেই! জানতেন এই তথ্যটি?

Snake Free State in India
Snake Free State in India

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতের বেশিরভাগ রাজ্যেই সাপ পাওয়া যায়। শুধু তাই নয়, সাপের কামড়ে বহু মানুষের মৃত্যুও হয়। আর সাপের কামড়ে মৃত্যুর তালিকায় একেবারে গোড়ার দিকেই রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িষার মতো রাজ্য। আপনারও কি সাপে ভয় লাগে? তাহলে এই লেখাটি আপনাকে পড়তেই হবে।

ভারতে ৩৫০টিরও বেশি প্রজাতির সাপ পাওয়া যায়। তবে সারা ভারতের সব জায়গায় সাপের আধিপত্য সমান নয়। কোনও কোনও রাজ্যে যেমন সাপের কামড়ে মৃত্যুর পরিমাণ বেশ কম। যেমন অসম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা। আবার এমন রাজ্যও রয়েছে, যেখানে সাপের সংখ্যা শূন্য। এই তথ্য জানতেন আপনি?

ভারতে এমন একটি রাজ্য আছে, যেখানে সাপ একেবারেই পাওয়া যায় না। এই রাজ্যটিকে তাই ‘সাপমুক্ত’ রাজ্য বলে ঘোষণাও করা হয়েছে। আপনারও যদি সাপের ভয় থাকে, তাহলে এখানে যেতে পারেন আপনি। এবার দেখে নেওয়া যাক, সেই রাজ্য কোনটি।

ভারতে বহু রকমের সাপ পাওয়া গেলেও তার মধ্যে খুব বেশি সংখ্যক সাপ বিষাক্ত নয়। তবে সাপের ভয় কমবেশি অনেকেই পান। সাপ নিয়ে সচেতনতার অভাবের কারণেই এই ভয় আরও বেড়েছে। তবে সাপের ভয় থেকে দূরে থাকতে চাইলে আপনি যেতে পারেন একটি রাজ্যে। কোথায় সেটি?

এটি হল লাক্ষাদ্বীপ। যদিও এটিকে রাজ্য বলা যায় না। এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল, যেখানে একটিও সাপ পাওয়া যায় না। লাক্ষাদ্বীপের মোট জনসংখ্যা মাত্র ৬৪ হাজার মতো। এবং এখানকার মানুষের সাপের কোনও ভয় নেই।

লাক্ষাদ্বীপে ৩৬টি দ্বীপ রয়েছে, তবে এই দ্বীপগুলির মধ্যে মাত্র ১০টিতেই মানুষ বাস করেন। এর মধ্যে রয়েছে কাভারত্তি, আগত্তি, আমিনি, কদমত, কিলাতান, চেতলাট, বিত্রা, আন্দোহ, কালপানি এবং মিনিকয় দ্বীপ। এর কোনওটিতেই নাকি কোনও সাপ নেই। পরিসংখ্যান এমনই বলছে।

উদ্ভিদ ও প্রাণিবিদদের মতে, লাক্ষাদ্বীপ একটি সাপ মুক্ত রাজ্য হওয়ার পাশাপাশি আরও বহু ধরনের প্রাণীমুক্তও বটে। যেমন এখানে কুকুর পাওয়া যায় না। তাই এটি একটি জলাতঙ্ক মুক্ত রাজ্যও। তবে এখানকার জীববৈচিত্র্যও খারাপ নয়। বহু ধরনের জলজ প্রাণী এবং পাখির বাস রয়েছে এখানে।

You might also like!