kolkata

1 week ago

Green Ambulance: শহরে এবার 'গ্রিন অ্যাম্বুল্যান্স'! গাছের পরিচর্যায় ​​উদ্যোগী পুরসভা

'Green Ambulance' in the city! Municipality engaged in tree maintenance
'Green Ambulance' in the city! Municipality engaged in tree maintenance

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতা পুরসভা এবার কলকাতা শহরে আহত ও অসুস্থ গাছের পরিচর্যায় নয়া পরিষেবা চালু করতে চলেছে। 'গ্রিন অ্যাম্বুল্যান্স' চালু হতে চলেছে শহরে। এই পরিষেবা দেশের বিভিন্ন প্রান্তে চালু রয়েছে। এবার কলকাতায় তা যুক্ত হতে চলেছে। এই গ্রিন অ্যাম্বুল্যান্স পরিষেবা দেবে ঝড়ে পড়ে যাওয়া গাছ তুলে নতুন জায়গায় পোঁতা, পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত গাছ রক্ষায়।

তবে গাছের জন্য কাজ করা এ্যাম্বুলেন্স আসলে কেমন? এর জবাবে পরিবেশকর্মীদের অভিমত, সাধারণ অ্যাম্বুল্যান্সে যেমন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা থাকেন, গ্রিন অ্যাম্বুল্যান্সে থাকেন গাছের পরিষেবায় প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ মালি ও 'গাছ-কর্মীরা'। তাঁদের সঙ্গে থাকে সার, জল, ঝারি, খুরপি, গাছের ওষুধ। উপড়ে যাওয়া গাছ এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় বসানোর পাশাপাশি এই অ্যাম্বুল্যান্সে সব সময়ের জন্য থাকবে নানা ধরনের গাছের বীজ। গাছ লাগানো-সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির কাজও করবেন 'বৃক্ষবন্ধুরা'।

You might also like!