kolkata

2 years ago

Ladies Special Trains: মাতৃভূমি লোকালেও এবার দেখা মিলবে ফার্স্ট ক্লাস কামরার

Matribhumi Local (Collected)
Matribhumi Local (Collected)

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শহর জুড়ে দেবী বন্দনার তোড়জোড়ের মাঝেই মহিলা ট্রেনযাত্রীদের জন্য বড় উপহার ঘোষনা করলো পূর্ব রেল। লেডিস স্পেশাল লোকাল ট্রেন মাতৃভূমিতে নিয়ে আসা হচ্ছে ফার্স্ট ক্লাস কামরা, যার ফলে ট্রেন সফর হতে চলেছে আরো আরাম দায়ক। 

ইতিমধ্যেই সেই ফার্স্ট ক্লাস কামরা সাজিয়ে তোলার কাজ অনেকটা এগিয়ে ফেলেছে পূর্ব রেল। আপাতত রানাঘাট-শিয়ালদহ-রানাঘাট রুটের মাতৃভূমি লোকালে মিলবে এই ফার্স্ট ক্লাস কামরার সুবিধা। পূর্ব রেলের পাইলট প্রজেক্ট হিসেবে আপাতত এটিকে চালু করা হচ্ছে। এই ফার্স্ট ক্লাস কামরা কেমন প্রভাব ফেলছে, তা বিচার করে পরবর্তী সময়ে অন্যান্য লাইনেও লেডিস স্পেশাল ট্রেনে এই উন্নতমানের কামরা নিয়ে আসা হবে।

যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে বরাবরই বাড়তি নজর দিয়েছে রেল। মহিলা যাত্রীরা যাতে আরও আরামদায়কভাবে ট্রেনে যাতায়াত করতে পারে, তা নিশ্চিত করতেই মাতৃভূমি লোকাল চালু করা হয়েছিল। মহিলা যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য রেল পুলিশের কর্মীদের মোতায়েন করা থাকে এই লেডিস স্পেশাল ট্রেনগুলিতে। এবার এই মাতৃভূমি লোকালে চেপে যাত্রা আরও আরামদায়ক হতে চলেছে মহিলা যাত্রীদের জন্য।

উল্লেখ্য, কামরার প্রতিটি আসনে থাকছে নরম গদি, কামরার ফ্লোরে থাকছে ম্যাট কভার। আর এই ফার্স্ট ক্লাস কামরার ভিতরের দেওয়ালগুলিকে তুলির টানে সাজিয়ে তোলা হয়েছে।সূত্রের খবর, আপাতত রানাঘাট-শিয়ালদহ-রানাঘাট রুটে মাতৃভূমি লোকালে পাইলট প্রজেক্ট হিসেবে এটি চালু করা হচ্ছে। আগের কামরাগুলির সঙ্গে একটি ফার্স্ট ক্লাস কামরা যুক্ত করা হবে। যাত্রীদের মধ্যে এর কতটা প্রভাব পড়ছে, সেটা দেখে পরবর্তীতে অন্যান্য রুটেও মাতৃভূমি লোকালে এই ফার্স্ট ক্লাস কামরা চালু করা হবে।

You might also like!