kolkata

2 weeks ago

CV Ananda Bose:আদালত অবমাননার অভিযোগ,রাজভবনকে কড়া চিঠি উচ্চশিক্ষা দফতরের!

CV Ananda Bose
CV Ananda Bose

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃআইনের বাইরে গিয়ে, একক ভাবে রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজ্যের চার বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের অভিযোগ আনল রাজ্য সরকার।রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত চারটি বিশ্ববিদ্যালয়ে 4 জন উপাচার্য নিয়োগ নিয়ে 8 এপ্রিল এই চিঠি পাঠায় শিক্ষা দফতর ৷ চিঠিতে দফতর জানিয়েছে, এই চারজনকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর আচার্য পদমর্যাদার বলে একাই উপাচার্য পদে নিয়োগ করেছেন ৷ এর জন্য রাজ্যের সঙ্গে কোনও আলোচনা করেনি ৷ বর্তমান আচার্যের তরফে নিয়োগ-আদেশ প্রত্যাহার না করলে, রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে অবমাননার মামলা দায়ের করতে পারে রাজ্য ৷

5 এপ্রিল রাজভবনের তরফে এস্ক হ্যান্ডেলে একটি পোস্টে জানানো হয়, রাজ্যপাল বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন ৷ যদিও সেই পোস্টটি এখন রাজভবনের এস্ক হ্যান্ডেলে আর নেই ৷ এই পোস্টের প্রেক্ষিতেই রাজ্য সরকার 8 তারিখে রাজভবনকে চিঠি দেয় ৷ সেখানে বলা হয়েছে, ওইদিন রাজভবনের এক্স হ্যান্ডেলে একটি বার্তায় বলা হয়েছিল, শিক্ষামন্ত্রীর সুপারিশের ভিত্তিতে রাজ্যপাল-আচার্য চারটি সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে চারজন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন ৷

আচার্যের এই পদক্ষেপের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে শিক্ষা দফতর তার চিঠিতে ৷ সুপ্রিম কোর্টের 2013 সালের 6 অক্টোবরের একটি আদেশের উল্লেখ করে জানানো হয়েছে, এভাবে অ্যাড-হক নিয়োগে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা রয়েছে ৷ তা সত্ত্বেও আচার্যের এভাবে উপাচার্য নিয়োগ আদালত অবমাননা হিসাবে গণ্য করা হতে পারে ৷ রাজ্যপাল, রাজ্য সরকার-দু'পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে উপাচার্য নিয়োগ সমস্যার বন্ধুত্বপূর্ণ সমাধান চেয়েছিল শীর্ষ আদালত ৷ তার প্রেক্ষিতে রাজ্যপাল- শিক্ষামন্ত্রী বৈঠকও হয়েছিল ৷

এর সঙ্গে ওই চিঠিতে আরও বলা হয়েছে, এই বৈঠকের পরে দু'পক্ষ সহমত হতে পারেনি ৷ তা সত্ত্বেও এককভাবে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করছেন আচার্য ৷ যা বেআইনি ও সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী ৷ এর প্রেক্ষিতে আদালত অবমাননার মামলা করার কথা জানিয়েছে রাজ্য ৷ চিঠিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আচার্য যেন 31টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রীর যথোপযুক্ত পরামর্শ নেন ৷ সুপ্রিম কোর্টের অনুমতি না-নিয়ে যেন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ না করেন ৷


You might also like!