Country

1 week ago

Mehbooba Mufti:সংসদে শক্তিশালী কন্ঠের প্রয়োজন জম্মু ও কাশ্মীরের : মেহবুবা মুফতি

Mehbooba Mufti
Mehbooba Mufti

 

শ্রীনগর, ২২ এপ্রিল  : সংসদে শক্তিশালী কন্ঠের প্রয়োজন জম্মু ও কাশ্মীরের। সোমবার এই মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তিনি বলেছেন, লোকসভা নির্বাচনে এই প্রতিদ্বন্দ্বিতা পিডিপি অথবা এনসি (ন্যাশনাল কনফারেন্স)-র মধ্যে সীমাবদ্ধ লড়াই নয়, বরং জম্মু ও কাশ্মীরের আওয়াজ তোলার লড়াই, এটাই বোঝানো যে ২০১৯-এর ৫ আগস্টের পর নেওয়া সিদ্ধান্তগুলি "অবৈধ" এবং "অসাংবিধানিক" ছিল।

অনন্তনাগ জেলার বিজবেহারায় এক জন সমাবেশে মেহবুবা বলেছেন, তাঁর অস্তিত্ব এক জায়গায় সীমাবদ্ধ নয়। আমি এক জায়গায় সীমাবদ্ধ নই। বিজবেহারা আমার হোম টাউন এবং সিরহামা আমার বাড়ি। এখানকার মানুষ আমাকে বড় করেছে।" মেহবুবা বলেন, "আমি জানতে পেরেছি, জনগণ বুঝতে পেরেছেন তাদের একটি শক্তিশালী কণ্ঠস্বর দরকার, যারা নয়াদিল্লির ক্ষমতার বিরুদ্ধে দাঁড়াবে এবং কাশ্মীরের সমস্যা নিয়ে কথা বলবে।"


You might also like!