kolkata

1 week ago

Governor C V Ananda Bose:আমি স্তম্ভিত!এসএসসি দুর্নীতি নিয়ে হাইকোর্টের রায়ে উদ্বিগ্ন রাজ্যপাল

Governor C V Ananda Bose
Governor C V Ananda Bose

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃশিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ে তিনি স্তম্ভিত ৷ 22 এপ্রিল অর্থাৎ সোমবার কলকাতা হাইকোর্ট এসএসসির নিয়োগ দুর্নীতিতে 25 হাজার 753 জনের চাকরি বাতিল করার রায় দিয়েছে ৷ এই রায় সামনে আসার পর রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রথম প্রতিক্রিয়ায় বলেন, "শিক্ষামন্ত্রীর মতো উচ্চশিক্ষিত কোনও ব্যক্তি এরকম করতে পারে কি না, তা নিয়ে আমার মনে ধন্দ ছিল ৷ তবে দুর্নীতি হয়েছে ৷ এটা জানতে পেরে আমি স্তম্ভিত হয়ে গিয়েছি ৷"

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় বিস্তর দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে আদালত ৷ কারচুপি হয়েছে ওএমআর শিটেও ৷ তাতেই চাকরি খুইয়েছেন যোগ্য ও অযোগ্য শিক্ষক-শিক্ষিকারা ৷ এ বিষয়ে রাজ্যপাল বলেন, "শিক্ষায় যে দুর্নীতি হয়েছে, আদালতের রায়ে এখন তা প্রমাণিত ৷ অর্থাৎ আমি যা শুনেছি, তা ঠিক ৷ শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হওয়ার মানে আগামী প্রজন্মকে লুট করার সমান ৷ এটা একটা পাপ, যা কখনও হওয়া উচিত নয় ৷"

এদিকে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের সঙ্গে রাজ্যপালের সংঘাত প্রায়ই খবরের শিরোনােম উঠে আসে ৷ বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে শিক্ষা দফতরের সঙ্গে তাঁর সংঘাত চলছেই ৷ তাই এসএসসি-র নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি প্রসঙ্গে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের কথা তোলেন ৷ রাজ্যপাল বলেন, "উচ্চশিক্ষাক্ষেত্র অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলিতে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এখন এটা আমার মাথাব্যথা হয়ে উঠেছে ৷ শুধু দুর্নীতির অভিযোগ উঠেছে এমনটা নয়, হিংসার ঘটনাও ঘটছে ৷ দুর্নীতি আর হিংসা- এই দুই ধরনের ঘায়ে রাজ্য রাজনীতিকে বারবার ধাক্কা দিচ্ছে ৷ এটা খুব দুর্ভাগ্যজনক যে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও এই দু'ধরনের ঘা রয়ে গিয়েছে ৷" ইতিমধ্যে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা ৷


You might also like!