ব্রাসিলিয়া, ৪ মে: ব্রাজিলের দক্ষিণাংশে রিও গ্রান্ডে ডু সোল প্রদেশে প্রবল বৃষ্টিতে অন্ততপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে, ৭৪ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। গত কয়েকদিন প্রবল বর্ষণের দরুন ওই এলাকায় অভূতপূর্ব প্লাবন দেখা দিয়েছে। জলের তোড়ে ক্ষতি হয়েছে বাঁধেরও।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বন্যার কারণে ২৩ হাজারেরও বেশি মানুষ ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন, বিদ্যুৎ ও পাণীয় জলবিহীন অবস্থায় রয়েছেন আরও কয়েক হাজার মানুষ।