দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সকাল থেকেই তুষারপাত শুরু হয় সান্দাকফুতে । রাস্তা সাদা তুষারের চাদরে ঢেকে যায়। শুরু হয় কনকনে ঠান্ডা।
এদিন আকাশ ছিল কুয়াশায় মোড়া। বেলা বাড়লেও আবহাওয়ার বিশেষ উন্নতি হয়নি। বরং তুষারপাত বেড়ছে। এটাই মরশুমের প্রথম তুষারপাত। দার্জিলিংয়ে উপস্থিত পর্যটকরা তুষারপাত হওয়ায় খুশি।
দার্জিলিং শহরে তুষারপাত না হলেও কনকনে ঠান্ডা ছিল দিনভর। বয়েছে শীতল হাওয়া। তারই মধ্যে জবুথবু হয়ে পর্যটকরা ঘুরে বেড়িয়েছেন পাহাড়ের রাস্তায়। শুধু দার্জিলিং নয়, উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। বইছে উত্তুরে হাওয়া। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নামতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।