কলকাতা, ১৫ নভেম্বর: চলতি সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবারের পরেই পরিবর্তন হবে আবহাওয়ার। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবেই হবে এই বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬, ১৭ ও ১৮ নভেম্বর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে।
আবহবিদরা জানিয়েছেন, ১৬ নভেম্বর দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায় ভারী অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৭ নভেম্বর দুই ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী এবং পূর্ব মেদিনীপুর শুধু ভারী বৃষ্টি হতে পারে। ১৮ নভেম্বরের পর থেকে বৃষ্টি কমবে। আপাতত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। পাকা ধান কেটে নেওয়ার জন্য বলা হয়েছে কৃষকদের।
এই সময়ে সাময়িকের জন্য কিছুদিন রাতের তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী এক সপ্তাহের জন্য বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, শনিবার সকাল থেকে সামান্য বদলাতে পারে পরিস্থিতি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।