নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর : সংসদের বাইরে বিশৃঙ্খলা ও ধাক্কাধাক্কির ঘটনায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। রিজিজু জোর দিয়ে বলেছেন, বিজেপি শুধুমাত্র গণতন্ত্র ও অহিংসায় বিশ্বাস করে। সাংসদের বিরুদ্ধে রাহুল গান্ধীর শারীরিক নিগ্রহ নিন্দনীয়।
কিরেন রিজিজু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, "মকর দ্বার হল লোকসভা ও রাজ্যসভা, উভয়কক্ষের সাংসদদের প্রধান প্রবেশদ্বার। কংগ্রেস এবং তাঁদের অন্যান্য সাংসদরা সেই নির্দিষ্ট স্থানে দাঁড়িয়েছিলেন এবং তাঁরা প্ল্যাকার্ড হাতে নিয়ে এবং স্লোগান দিচ্ছিলেন। এনডিএ সাংসদরা যখন মকর দ্বারে, প্রধান প্রবেশদ্বারে প্রতিবাদ করছিলেন, তখন রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের সাংসদরা এসে নিগ্রহ করেন, বিজেপির দুই সাংসদকে ধাক্কা দেন। বিজেপি সাংসদ প্রতাপ সিং সারঙ্গি এবং মুকেশ রাজপুত গুরুতর আহত হয়েছেন। আমি রাহুল গান্ধীকে বলতে চাই, আপনি যদি এই ধরনের শারীরিক হিংসা অবলম্বন করেন, অন্য সাংসদরাও যদি শারীরিক আক্রমণ শুরু করেন, তাহলে কী হবে?"
কিরেন রিজিজু আরও বলেছেন, "আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। রাহুল গান্ধীকে নিজের শারীরিক ক্ষমতা অন্য সাংসদের বিরুদ্ধে ব্যবহার করার অনুমতি কে দিয়েছেন। এর মানে এই নয় যে অন্য সাংসদরা দুর্বল। এখন সাংসদদের চিকিৎসা চলছে।"