বেজিং, ২৪ জুলাই : চিনের কিকিহার শহরে একটি স্কুলের জিমের ছাদ ভেঙে মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। চিনের শিল্পাঞ্চল হেইলংজিয়াং প্রদেশের কিকিহার শহরে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ওই ভবনটির দায়িত্বে থাকা ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সময় অনুযায়ী, রবিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
প্রশাসন জানিয়েছে, চিনের কিকিহার শহরে একটি স্কুলের জিমের ছাদ ভেঙে মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। ছাদ ধসে পড়ার আগে জিমনেসিয়ামের ভেতরে ১৯ জন ছিলেন। ছাদ ভেঙে পড়ার আগে ৪ জন সেখানে থেকে বের হয়ে যাতে সক্ষম হন। মৃতদের মধ্যে অনেকেই তরুণ মহিলা ভলিবল খেলোয়াড় বলে মনে করা হচ্ছে।