International

1 year ago

Suspecious Death of Taiwan's missile company chief : চিনা মহড়ার মধ্যেই তাইওয়ানের ক্ষেপণাস্ত্র সংস্থার কর্তার রহস্যমৃত্যু

Suspecious Death of Taiwan's missile company chief
Suspecious Death of Taiwan's missile company chief

 

তাইপে, ৬ আগস্ট : তাইওয়ান সীমান্তের খুব কাছে চিনের সামরিক মহড়ার মধ্যেই রহস্যমৃত্যু ঘটল তাইওয়ানের ক্ষেপণাস্ত্র নির্মাণকারী সংস্থার সহ-প্রধানের। শনিবার সকালে দক্ষিণ তাইওয়ানের একটি হোটেলের ঘরে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। কী কারণে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে। আউ ইয়াং লি-সিং তাইওয়ানের সেনার অধীনে থাকা চুং শান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনলজির সহ-প্রধান ছিলেন। শনিবার সকালে দক্ষিণ তাইওয়ানের একটি হোটেলের ঘরে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আউ ইয়াং পেশাগত কাজে দক্ষিণ তাইওয়ানের পিংটুং প্রদেশে গিয়েছিলেন বলেও জানা গিয়েছে। আজ তাঁর ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করারও কথা ছিল। চিনের সঙ্গে তাইওয়ানের কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির পর থেকেই ক্ষেপণাস্ত্র উৎপাদন বেশ কয়েক গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তাইপেই। ঘটনাচক্রে শুক্রবার থেকে তাইওয়ান প্রণালীর পিংটুং এলাকার কাছেই আকাশ এবং জলযুদ্ধের মহড়া দিতে শুরু করেছে চিন। তাইওয়ান থেকে চিনের সেই মহড়াস্থলের দূরত্ব ২০ কিলোমিটারেরও কম।তাইওয়ানের সরকারি বার্তা সংস্থা সিএনএ জানিয়েছে, ইয়াং হসিংয়ের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। দক্ষিণাঞ্চলীয় কাউন্টি পিংটাংয়ে ব্যবসায়িক সফরে ছিলেন তিনি ।

You might also like!