International

1 year ago

Dr. Mansukh Mandaviya meeting with Iran's Minister: ইরানের স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রী বাহরাম ইনোলাহির সঙ্গে সাক্ষাত ডঃ মনসুখ মাণ্ডভিয়া-র

Dr. Mansukh Mandaviya meeting with Iran's Minister
Dr. Mansukh Mandaviya meeting with Iran's Minister

 

নয়াদিল্লি, ২৪ মে  : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়া বুধবার জেনেভায় ইরানের স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী বাহরাম ইনোলাহির সঙ্গে সাক্ষাত করলেন। এই উপলক্ষে, তিনি টুইট করেছেন, জেনেভায় ৭৬ তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে ইরানের স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী বাহরাম ইনোলাহির সাথে তার একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে স্বাস্থ্যসেবা, ফার্মা, ডিজিটাল স্বাস্থ্য এবং ঐতিহ্যবাহী ওষুধে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়।

প্রসঙ্গত, গত ২১ থেকে ৩০ মে পর্যন্ত সুইজারল্যান্ডের জেনেভাতে অনুষ্ঠিত ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে ভারতের প্রতিনিধিত্ব করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়া। স্বাস্থ্য মন্ত্রকের মতে, ডাঃ মান্ডাভিয়া সারা বিশ্বের দেশগুলির সাথে বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন এবং অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে স্বাস্থ্যসেবা সহযোগিতার সুযোগ উন্নীত করবেন।

You might also like!