International

1 year ago

Airways diverted there route map : চিনা হামলার আশঙ্কায় তাইওয়ানের আকাশপথ এড়িয়ে যাচ্ছে অধিকাংশ যাত্রীবাহী বিমান, বাতিল বহু উড়ান

Airways diverted there route map
Airways diverted there route map

 

মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকেই প্রচণ্ড আগ্রাসী হয়ে উঠেছে চিন। যুদ্ধের আশঙ্কা উসকে স্বশাসিত দ্বীপরাষ্ট্রটিকে ‘অবরোধ’ করে সামরিক মহড়া চালাচ্ছে লালফৌজ। ফলে তাইওয়ানের আকাশপথে ঢুকতে পারছে না বিভিন্ন দেশের যাত্রীবাহী বিমান। ওই রুটে যাত্রা বাতিল করেছে বেশ কয়েকটি বিমান সংস্থা। চিনা আগ্রাসনকে উপেক্ষা করেই মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে তাইওয়ান পৌঁছন আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ চিন সাগরে ঢুকে পড়ে আমেরিকার যুদ্ধবিমানের বহর। পেলোসির নেতৃত্বে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দলকে নিরাপত্তা দিতে জাপানের বিমানঘাঁটি থেকে ওড়ে আমেরিকার বিমানবাহিনীর ১৩টি যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন। বুধবার পেলোসির বিমান তাইওয়ান ছেড়ে দক্ষিণ কোরিয়া পাড়ি দেওয়ার পরে তাইওয়ানের আকাশে চিনা বিমানবহরের গতিবিধি আরও বেড়েছে। শুধু তাই নয়, বৃহস্পতিবার থেকে তাইওয়ান প্রণালী ও সংলগ্ন অঞ্চলে সামরিক মহড়া শুরু করে চিনা ফৌজ। এই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার বিমান সংস্থা ‘কোরিয়া এয়ার’ শুক্র ও শনিবার তাইওয়ানের সমস্ত ফ্লাইট বাতিল করেছে। শুক্রবার সিঙ্গাপুর এয়ারলাইন্স তাইপেইর সমস্ত বিমান বাতিল করে দেয় । পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে তারা। একই সঙ্গে জাপানের বিমান সংস্থা ফ্লাইট বাতিল না করলেও তাইপেইর উদ্দেশে যাওয়া বিমানগুলির রুট পরিবর্তন করেছে। হংকংয়ের বিমান সংস্থা ‘ক্যাথে প্যাসিফিক’ জানিয়েছে, চিনা সামরিক মহড়ার দরুন তাইওয়ানের আশপাশের কিছুটা এলাকা এড়িয়ে চলছে তারা।

You might also like!