Technology

10 months ago

নতুন ফোন আনতে চলেছে Tecno,আগামী মাসে হবে ভারতে লঞ্চ

Tecno Spark 20 4G
Tecno Spark 20 4G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  টেক ব্র্যান্ড টেকনো ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। নতুন লিক থেকে জানা গেছে কোম্পানি তাদের স্পার্ক সিরিজে Tecno Spark 20 4G নামের নতুন ফোন পেশ করবে। ব্র্যান্ডের পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার আগেই এই ফোনের ইমেজ এবং স্পেসিফিকেশন ইন্টারনেটে লিক হয়ে গেছে। নিচে এই বিষয়ে বিস্তারিত জানানো হল।

ফোনটির বেস মডেলে 4GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং বড় ভেরিয়েন্টে 8GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এর দাম সম্পর্কে জানানো হয়নি, তবে একটি রিপোর্টে বলা হয়েছে এই ফোনটির প্রাথমিক দাম $130 অর্থাৎ প্রায় 10,900 টাকা রাখা হতে পারে। এই ফোনটি Gravity Black, Mystery White, Alpenglow Gold এবং Magic Skin কালারে সেল করা হবে।

Tecno Spark 20 4G এর স্পেসিফিকেশন

প্রসেসর: লিক অনুযায়ী এই ফোনে মিডিয়াটেক হেলিও জি85 অক্টাকোর প্রসেসর যোগ করা হতে পারে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

RAM: Tecno Spark 20 4G ফোনে 4GB RAM দেওয়াআ হতে পারে। লিক থেকে জানা গেছে ফোনটিতে 4GB Virtual RAM ফিচারও থাকবে, যার ফলে এতে মোট 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

স্টোরেজ: লিক অনুযায়ী বাজারে এই ফোনটি দুটি স্টোরেজ অপশনে সেল করা হবে। এতে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ এবং মাইক্রোএসডি কার্ড সাপোর্ট পাওয়া যেতে পারে।

ফ্রন্ট ক্যামেরা: Tecno Spark 20 4G ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

রেয়ার ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে 0.8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর যোগ করা হতে পারে।

ব্যাটারি:  রিপোর্ট থেকে জানা গেছে পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Spark 20 4G ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হবে।

You might also like!