Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

West Bengal

1 year ago

World's largest plane: আকাশপথে এবার তিমি মাছ! কলকাতা থেকে উড়ল বৃহত্তম বেলুগা

World's largest plane
World's largest plane

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বিমান তো নয়,যেন বড় তিমি মাছ। তিমির মুখের মতোই বিমানের সামনের দিক সরু হয়ে এসেছে। মাথা এবং পেট যথারীতি ফোলা। তিমির আদলেই তৈরি করা হয়েছে এই বিমান। কলকাতা বিমান বন্দর থেকে  প্রথম বারের মতো অবতরণ করল বৃহত্তম সেই বেলুগা বিমান। বেলুগা সিরিজের এই বিমানটির নাম বেলুগা এক্সএল। বেলুগা এক্সএল হল বেলুগা এসটির অত্যাধুনিক এবং বড় সংস্করণ। এর আগে, কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছিল বেলুগা এসটি।

দৈত্যাকার তিমির মতো দেখতে বেলুগা এক্সএল বিমানটি তিন জন বিমানচালক এবং এক জন ইঞ্জিনিয়ারকে নিয়ে বাহরিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। পাঁচ ঘণ্টা যাত্রা করার পর রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ জ্বালানি ভরার জন্য কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরের দিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ আবার চিনের তিয়ানজিনের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি।

You might also like!