Festival and celebrations

3 hours ago

Durga Puja 2024: বিদেশেও কলকাতার ছোঁয়া! স্কটল্যান্ডে কোন থিম হচ্ছে জানেন?

Durga Puja
Durga Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাঙালির দুর্গাপুজো বহু বছর আগেই রাজ্য ও দেশের সীমা ছাড়িয়ে বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে। যেখানেই বাঙলি আছে, সেখানেই দুর্গাপুজো আছে। ১০ বছর আগে আবেগকে সঙ্গী করেই এডিনবরায় দুর্গা পূজার সূচনা হয়। প্রথমে দুর্গা প্রতিমা নিয়ে আসা, ঢাকের তালে নাচ, সুস্বাদু খাবার আর সবার চোখে-মুখে আনন্দ। প্রতি বছর যেব এক ম্যাজিকের সাক্ষী থাকে এই পুজো।

সুদূর এডিনবরা শহরে বলে কার-ই বা মনে থাকে কবে মহালয়া? প্রবাসীরা গুলিয়ে ফেলেন দিনগুলো। তবে বাঙালি যেখানেই থাকুক, ঠিক মন পড়ে থাকে ওই কয়েকটা দিনের দিকে। প্রতিবারের মতো এবারও প্রবাস আর পুজো একাত্ম হয়ে গিয়েছে। কলকাতার রাজপথে যে প্রতিবাদের আঁচ পাওয়া যাচ্ছে, বিশ্বের আর এক প্রান্তে থেকে সেটাও ভুলছে না বাঙালি। সেই বিষাদ থেকে যাচ্ছে স্কট ল্যান্ডের পুজোতেও।

২০২৪-এ একাদশতম বর্ষের সেই পুজো হবে একটু অন‍্যভাবে। কলকাতার আরজি কর কাণ্ডের কথা এবার ভুলছে না তারা। দুর্গা যেভাবে অসুরের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী, তাকেই এই সংগ্রামের প্রতীক বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা। তাঁরা বলছেন, “এ বছর আমরা উৎসব উদযাপন করছি না, বরং আশার আলো ছড়িয়ে দিতে চাই এই সঙ্কটের মধ্যেও।”তবুও তারা পুজো করছে। পুজোতে উৎসব নেই, কিন্তু সমবেত হয়ে সকলের এক গেট-টুগেদার হচ্ছে এডিনবরায় দুর্গা মন্ডপে।

You might also like!