kolkata

4 months ago

RG Kar Hospital:‘দেশজুড়ে বাড়ছে ধর্ষণের ঘটনা’, কড়া আইন তৈরির দাবিতে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি মমতার

CM Mamata Banerjee wrote letter to PM Modi requesting to bring law against rape
CM Mamata Banerjee wrote letter to PM Modi requesting to bring law against rape

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ধর্ষণ ও খুনের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই বিষয়ে কড়া আইন চান মুখ্যমন্ত্রী । যেভাবে সারা দেশে প্রতিদিন ধর্ষণ ও খুনের ঘটনার বাড়ছে, তাতে উদ্বিগ্ন তিনি । বৃহস্পতিবার এই বিষয় নিয়ে নবান্ন সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় । 15 দিনে দোষীদের সাজা দেওয়া যায়, এমন কেন্দ্রীয় আইন চাইছেন বাংলার প্রশাসনিক প্রধান ।তার পরেই নবান্নের তরফে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার কথা প্রকাশ্যে এল।

আরজি কর-কাণ্ডে সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলেছে। এই আবহে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা। সেই চিঠিতে আশঙ্কা প্রকাশ করে জানানো হয়েছে, দেশে ধর্ষণ এবং খুনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। রোজ গড়ে ৯০টি ধর্ষণের ঘটনা হচ্ছে। এই ধরনের ‘গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল’ ঘটনায় বন্ধে অবিলম্বে কড়া আইন আনা প্রয়োজন। চিঠিতে আরও দাবি করা হয়েছে, ফাস্ট স্ট্র্যাক কোর্টের মাধ্যমে এই ধরনের ঘটনা ঘটার ১৫ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শাস্তি নিশ্চিত করা হোক।

বৃহস্পতিবারই অভিষেক সমাজমাধ্যমে একটি পোস্ট দিয়ে লিখেছেন, ‘‘এমন কঠোর ধর্ষণ বিরোধী আইন আনতে হবে, যা ঘটনার ৫০ দিনের মধ্যে অপরাধীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা নিশ্চিত করবে এবং তাতে দোষীকে কঠোরতম সাজা দেওয়ার নিদান থাকবে।’’ এর পর তিনি দেশে ধর্ষণের পরিসংখ্যানও তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, গত ১০ দিনে দেশে ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রতি দিন ৯০টি ধর্ষণের ঘটনার রিপোর্ট লেখানো হয়েছে। অর্থাৎ প্রতি ঘণ্টায় চারটি এবং প্রতি ১৫ মিনিটে একটি ধর্ষণের ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। অভিষেক মনে করেন, এই পরিস্থিতিতে দেশে ধর্ষণ বিরোধী কঠিন আইন ‘জরুরি’ হয়ে পড়েছে। তিনি লিখেছেন, ‘‘সমস্ত রাজ্যগুলির সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করে কঠোর ধর্ষণ বিরোধী আইন প্রণয়নের ব্যবস্থা করা। এর থেকে বিন্দুমাত্র কম কিছু হলে, তা হবে নেহাৎই প্রতীকী এবং আদতে তাতে কোনও কাজ হবে না।’’ তার পরেই প্রধানমন্ত্রীকে মমতার চিঠি লেখার বিষয়টি প্রকাশ্যে এসেছে।

You might also like!