Technology

4 months ago

50MP সেলফি ক্যামেরা সহ Nothing Phone 2a Plus এর আজ প্রথম সেল,জেনে নিন দাম ও অফার

Nothing Phone (2a) Plus
Nothing Phone (2a) Plus

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Nothing ভারতে সম্প্রতি তার বাজেট স্মার্টফোন Nothing Phone 2a Plus লঞ্চ করেছে। এই নাথিং ফোন 2a প্লাস ফোনটি একাধিক আপগ্রেড সহ আনা হয়েছে। আজ 7 অগাস্ট এই স্মার্টফোনের প্রথম সেল শুরু হতে চলেছে। নতুন নাথিং ফোনটি অনলাইন সাইট Flipkart থেকে কেনা যাবে।

Nothing Phone (2a) Plus এর দাম, অফার এবং সেল

Nothing Phone (2a) Plus স্মার্টফোনটির 8GB+128GB ভেরিয়েন্টের দাম 27,999 টাকা রাখা হয়েছে। একইভাবে 12GB+256GB অপশনের দাম রাখা হয়েছে 29,999 টাকা।

এই ফোনটি ব্ল্যাক এবং গ্রে কালার অপশনে লঞ্চ করা হয়েছিল।

এই ফোনটি ভারতে ফ্লিপকার্ট, ক্রোমা, বিজয় সেলস এবং অন্যান্য রিটেইল প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করা হবে।

ইউজাররা ফোনটি কোর সময় কিছু সিলেক্টেড ব্যাঙ্ক কার্ডের ওপর 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন।

Nothing Phone (2a) Plus এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Nothing Phone (2a) Plus স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির FHD+এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1,300 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে ডিসপ্লে সিকিউরিটির জন্য কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর: Nothing Phone (2a) Plus স্মার্টফোনটিতে মালী-G610 MC4 GPU সহ MediaTek Dimensity 7350 Pro SoC চিপসেট দেওয়া হয়েছে। এই চিপসেট সহ লঞ্চ হওয়া প্রথম ফোন। কোম্পানির বক্তব্য অনুযায়ী আগের (2a) মডেলের থেকে 10 শতাংশ ভালো পারফরমেন্স পাওয়া যাবে।

স্টোরেজ: Nothing Phone (2a) Plus স্মার্টফোনটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এতে 8GB RAM এবং 12GB LPDDR4x RAM সহ 128GB এবং 256GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: Nothing Phone (2a) Plus স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেলে সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল Samsung S5KGN9 প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 50 মেগাপিক্সেল Samsung S5KJN1 আলট্রা ওয়াইড লেন্স সহ ডুয়েল ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: Nothing Phone (2a) Plus স্মার্টফোনটিতে 50W ফাস্ট চার্জিং এবং 5W রিভার্স ওয়্যার চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: Nothing Phone (2a) Plus স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল এবং ধূলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং, ডুয়েল স্টিরিয় স্পিকার, 5G সাপোর্ট, 13 5জি ব্যান্ড সাপোর্ট 4জি LTE, Wi-Fi 6, Bluetooth 5.3 এর মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।

ওএস: Nothing Phone (2a) Plus স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং নাথিং ওএস 2.6 সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।

You might also like!