Technology

2 months ago

OPPO K12x 5G: ব্যস্ত জীবনের জন্য পারফেক্ট স্মার্টফোন OPPO K12x 5G

OPPO K12x 5G
OPPO K12x 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-স্মার্টফোনের বাজারে নতুন চমক নিয়ে হাজির ওপো। বাজেট-ফ্রেন্ডলি দামে লঞ্চ হল ওপো কে১২এক্স মডেল। এই ফোনে ৫জি’র পাশাপাশি মিলবে সেরা ক্যামেরা, ফাস্ট চার্জিং এবং ব্যাটারি ব্যাকআপ। কে সিরিজে কোম্পানির এটাই প্রথম ৫জি স্মার্টফোন। ওয়ানপ্লাসকে টেক্কা দিতে গুচ্ছের ফিচার্স রাখা হয়েছে স্মার্টফোনে। মিলবে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা এবং ২৫৬ জিবি স্টোরেজ।

OPPO K12x 5G এর Feather Pink কালারের দাম

ফেদার পিঙ্ক কালারে OPPO K12x 5G ফোনটি ডিজাইন আগের ফোনগুলির মতোই। তবে রেয়ার প্যানেলে আলাদা ফিনিশ রয়েছে।

এই ফেদার পিঙ্ক কালারের মডেলটির দাম আগের দুটি মডেলের মতোই।

ফোনটির বেস ভেরিয়েন্ট 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 12,999 টাকা রাখা হয়েছে। তবে টপ 8GB RAM + 256GB স্টোরেজ অপশন 15,999 টাকা দাম রয়েছে।

26 সেপ্টেম্বর মাঝ রাত থেকে ফেদার পিঙ্ক কালারে OPPO K12x 5G ফোনটি ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেল ইভেন্ট চলাকালীন সেল করা হবে।

নিচে দেওয়া ইমেজে দেখানো হয়েছে ফোনটি সেল চলাকালীন অফার সহ মাত্র 10,999 টাকা দামে সেল করা হবে।

OPPO K12x 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: OPPO K12x 5G স্মার্টফোনটিতে 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1000নিটস পীক ব্রাইটনেস এবং হাই রেজোলিউশন সাপোর্ট করে। এই স্ক্রিনে পাণ্ডা গ্লাস প্রোটেকশন রয়েছে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট দেওয়া হয়েছে। এতে অসাধারণ 5G স্পীড পাওয়া যায়। একইসঙ্গে ফোনটিতে ARM মালী-G57 MC2 জিপিইউ রয়েছে।

স্টোরেজ: ওপ্পো নতুন K12x 5G স্মার্টফোনটিতে 6GB, 8GB LPDDR4X RAM, 8GB ভার্চুয়ল RAM রয়েছে। একইসঙ্গে এই ফোনে 128GB ও 256GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে।

ক্যামেরা: এই স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে f/1.8 অ্যাপারচারযুক্ত 32MP আলট্রা-ক্লিয়ার AFমেইন GC32E2 সেন্সর এবং f/2.4 অ্যাপারচারযুক্ত সেকেন্ডারি 2MP পোট্রেট ক্যামেরা GC02M1B সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO K12x 5G স্মার্টফোনটিতে 45 ওয়াট সুপারবুক চার্জিং সাপোর্টেড 5100mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই স্মার্টফোনটিতে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং দেওয়া হয়েছে। একইসঙ্গে 360 ডিগ্রী ড্যামেজ প্রুফ বডি সহ ডুয়েল সিম 5G, ওয়াই-ফাই, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও AI লিঙ্ক বুস্ট ফিচার রয়েছে। এর মাধ্যমে লো নেটওয়ার্ক কভারেজ এরিয়াতেও ভালো নেটওয়ার্ক পাওয়া যাবে।

You might also like!