Travel

2 months ago

Travel Tips: গোটা গ্রাম সাজানো শুধু ‘ছবি’ দিয়ে, কোথায় রয়েছে এই গ্রাম জানেন?

Travel Tips
Travel Tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ইট-পাথরের বুকে যান্ত্রিক শহরে শহরবাসীর মন চায় সবুজ জগত দেখতে। আর গাছপালা ঘেরা তেমনি এক সুন্দর জগত হল এক অসাধারণ গ্রাম। শুধু সবুজে মোড়া নয়, একই সঙ্গে রয়েছে ছবির সমাবেশ।

বর্ধমানের আউশগ্রাম ব্লকে রয়েছে লবণধার নামে একটি গ্রাম। আর এই গ্রামেই তৈরি করা হয়েছে একটি ছোট্ট হোমস্টে । এখানে রাত্রি যাপন করতে পারবেন। লবণধার গ্রাম এমনিই নজর কাড়বে পর্যটকদের । এই গ্রাম সম্পূর্ণ সাজানো রয়েছে শুধুমাত্র ছবি দিয়ে।গ্রামের কম বেশি প্রত্যেক বাড়ির দেওয়াল জুড়ে রয়েছে শুধু ছবি আর ছবি । গ্রামে প্রবেশ করলে মনে হবে যেন কোনও ছবির দুনিয়ায় প্রবেশ করেছেন।

You might also like!