Country

3 hours ago

Amar Preet Singh: নতুন বায়ুসেনা প্রধান পেল ভারত, দায়িত্বভার গ্রহণ করলেন এয়ার মার্শাল এ পি সিং

Amar Preet Singh
Amar Preet Singh

 

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : নতুন বায়ুসেনা প্রধান পেল ভারত, সোমবার এয়ার মার্শাল অমর প্রীত সিং ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগে বায়ুসেনার ভাইস চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন অমর প্রীত সিং। সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন এ পি সিং, তাঁর হাতে দায়িত্বভার তুলে দেন সদ্য প্রাক্তন বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরী।

এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন এ পি সিং, তিনি এদিনই অবসর নিলেন।১৯৮৪ সালে ভারতীয় বিমান বাহিনীতে যাত্রা শুরু হয় অমর প্রীতের। ওই বছরের ২১ ডিসেম্বর আইএএফ-এর ফাইটার স্ট্রিমে দেওয়া হয়েছিল তাঁকে। মর্যাদাপূর্ণ সেন্ট্রাল এয়ার কমান্ডের (সিএসি) দায়িত্ব নেওয়ার আগে, তিনি ইস্টার্ন এয়ার কমান্ডে সিনিয়র এয়ার স্টাফ অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ভারতীয় বিমান বাহিনীর ৪৭-তম ভাইস চিফ হিসাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি।

ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন ছাত্র অমর প্রীত। তিনি মিগ-২৭ স্কোয়াড্রনের ফ্লাইট কমান্ডার এবং কমান্ডিং অফিসারের পাশাপাশি একটি বিমান ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং-সহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর এই দীর্ঘ কর্মজীবনে, তিনি ২০১৯ সালে অতি বিশিষ্ট সেবা পদক এবং ২০২২ সালে পরম বিশিষ্ট সেবা পদক লাভ করেন।


You might also like!