Country

2 hours ago

Droupadi Murmu:নাগরিকদের অধিকার রক্ষা না করলে অগ্রগতি অর্থহীন শব্দে পরিণত হয় : রাষ্ট্রপতি

Droupadi Murmu
Droupadi Murmu

 

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : ভারতীয় পুলিশ সার্ভিস ৭৬ আরআর (২০২৩ ব্যাচ)-এর প্রবেশিকারা রাষ্ট্রপতি ভবনে সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাত করেছেন। রাষ্ট্রপতি বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা ও নাগরিকদের অধিকার রক্ষা না করলে অগ্রগতি অর্থহীন শব্দে পরিণত হয়।" তিনি অফিসারদের মনে রাখতে পরামর্শ দেন, 'আইপিএস'-এর 'এস' হল সেবার জন্য।

রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, সর্বভারতীয় পরিষেবাগুলির মধ্যে, ভারতীয় পুলিশ পরিষেবার নিজস্ব একটি গুরুত্বপূর্ণ গুরুত্ব রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আইনশৃঙ্খলা কেবল শাসনের ভিত্তি নয়; এটি আধুনিক রাষ্ট্রের ভিত্তি। রাষ্ট্রপতি মুর্মু আরও বলেন, ভারত যেহেতু আগামী বছরগুলিতে নতুন উচ্চতা অর্জনের লক্ষ্য নিয়েছে, আইপিএস অফিসারদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়ন তখনই সম্ভব যেখানে আইনের শাসন সমুন্নত থাকে।

You might also like!