Country

1 hour ago

Supreme court:আর জি কর নিয়ে স্বল্পদৈর্ঘ্যের সিনেমা বন্ধের আর্জি, শীর্ষ আদালতে অনুরোধ বৃন্দার

Petition to ban short films on RG tax, Brinda requests Supreme Court
Petition to ban short films on RG tax, Brinda requests Supreme Court

 

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : আর জি কর-এর ঘটনা নিয়ে স্বল্পদৈর্ঘ্যের সিনেমা আপাতত বন্ধের আর্জি জানালেন আইনজীবী বৃন্দা গ্রোভার। নির্যাতিতার পরিবারের আইনজীবী সোমবার সুপ্রিম কোর্টে জানান, আর জি কর নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি বানানো হয়েছে। তাঁর আর্জি, ওই ছবিটি বন্ধ করার নির্দেশ দেওয়া হোক। যদিও প্রধান বিচারপতি জানান, ওই ছবিটি বন্ধের নির্দেশ দিতে হলে শুনানির প্রয়োজন রয়েছে। তখন বৃন্দা আবেদন জানান, সমাজমাধ্যমে নজরদারি চালানোর জন্য নোডাল অফিসার নিয়োগ করা হোক। নির্যাতিতার ছবি-সহ তথ্য দেখলে তা মুছে ফেলার জন্য এই নিয়োগের আর্জি জানান তিনি।

আর জি করের ঘটনায় তদন্ত প্রক্রিয়া কতদূর এগোল, তা জানতে চাইল সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের থেকে স্টেটাস রিপোর্ট দেখতে চান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সোমবার বিকাল ৪.১৫ মিনিট নাগাদ আর জি কর মামলাটি শুনানির জন্য ওঠে প্রধান বিচারপতির বেঞ্চে। শুরুতেই সলিসিটর জেনারেল তুষার মেহতা অনুরোধ জানান, মঙ্গলবার কিংবা বৃহস্পতিবার শুনানির জন্য।

You might also like!