kolkata

5 days ago

Radhanagar is flooded:রাধানগরে রামমোহনের জন্মভিটে জলমগ্ন, মেলেনি সরকারি ত্রাণ

Radhanagar is flooded
Radhanagar is flooded

 

কলকাতা, ২৩ সেপ্টেম্বর : বিধ্বংসী বন্যার এই ছবি গত ২৫ বছরের ব্যবধানে বেশ ভয়ঙ্কর। হুগলি জেলার মধ্যেই সবচেয়ে বিপদজনক এখনও পর্যন্ত আরামবাগ মহকুমার খানাকুল এক ও দুই নম্বর ব্লক। এই মুহূর্তে সিংহভাগ এলাকায় বানভাসি অবস্থা। খানাকুল থানা এলাকায় এক নম্বর ব্লকের অন্তর্গত কমপক্ষে ৬০ - ৭০টিরও বেশি গ্রাম জলমগ্ন। রাধানগর, সেনপুর, রামনগর, কৃষ্ণনগর প্রভৃতি গ্রামের মানুষ জলবন্দী। চারটি পরিবার রাধানগর পল্লী সমিতির ভবনে ঠাঁই নিয়েছে। মানু মালিকের যেমন মাটির ঘরবাড়ি নিশ্চিহ্ন। অন্যত্র সে বসু পরিবারে আপাতত আশ্রয় নিয়েছে। এমন ছবি প্রায় সমস্ত গ্রামেই। জলমগ্ন অবস্থায় রয়েছে রাধানগরে রামমোহনের জন্মভিটে ও তৎসংলগ্ন রামমোহন-এর নামাঙ্কিত মহাবিদ্যালয় প্রাঙ্গণ। এর মাঝেই সেখানে জল পেরিয়ে পরীক্ষাতে সামিল হয়েছে পড়ুয়ারা। বেসিক ট্রেনিং কলেজও জলমগ্ন। ছাত্র ও ছাত্রীরা নিরুপায়। এ পর্যন্ত ত্রাণ বিতরণে প্রশাসনের তরফে কোনও উদ্যোগ চোখে পড়েনি। বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এই মুহূর্তে সাহায্যের হাত বাড়িয়েছে। এদিকে, বিশ্বকর্মা পুজোর আগের দিন মাইকিং করে দামোদর নদীতে জল বাড়ছে এই খবরটুকু দিয়েই এ পর্যন্ত দায় সেরেছে স্থানীয় প্রশাসন। যেটুকু প্রচেষ্টা তা বেসরকারি স্তরেই চলছে। রাধানগর পল্লী সমিতি প্রাঙ্গণ থেকে জল নামতেই তোড়জোড়। দূর্গা দালানের সামনের রাস্তা ও জলবন্দী। সেখানেই তৈরি রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। প্রায় ৪০০ জনের মধ্যে তা নিয়মিত এখন বিলি করা হচ্ছে। সেনপুর গ্রাম পঞ্চায়েত অফিসেও ওই খাবার পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান রাধানগর পল্লী সমিতির সম্পাদক বিশ্বজিৎ দত্ত।

অন্যদিকে, রাজা রামমোহনের স্মৃতি মন্দির সংলগ্ন জন্মভিটেয় জল ঢুকে পড়েছে। স্মৃতি মন্দিরে কোমর সমান জল। চাষের জমি দিয়েও জল ছুটছে। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রামমোহনের স্মৃতি বিজড়িত আমবাগানের ছবিও জলমগ্ন। লাঙ্গুলপাড়াতে যে রামমোহনের নিজে হাতে তৈরি বাড়ি হেরিটেজ তকমা লাগিয়েই দায়িত্ব শেষ। জল ছুটছে সেখানেও। একাধিক রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। কলকাতা - রাধানগর সরকারি বাস পরিষেবা আপাতত স্থগিত। বেসরকারি রুটে তারকেশ্বর - দিগরুইঘাট, গণেশপুর - তারকেশ্বর ও গড়েরঘাট - আরামবাগ রুটেও বাস চলছে না। যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন। অনতিদূরে বন্দর এলাকায় রাজহাটি জল নামছে না। সব মিলিয়ে দুর্ভোগ চরমে।

You might also like!