Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Festival and celebrations

9 months ago

Durga Puja 2024: নিউ জার্সি হয়ে উঠবে কলকাতা! বিদেশের মাটিতে কিভাবে দুর্গাপুজোয় সামিল হবেন প্রবাসীরা?

Durga Puja of New Jersey
Durga Puja of New Jersey

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কলকাতা জুড়ে এখন চলছে পুজোর আমেজ। মা উমা মর্তে আসার আর হাতে গোনা মাত্র ১১ দিনের অপেক্ষা। এই আবহে নানা থিমের মেলায় সাজচ্ছে কলকাতা। তবে বাদ যাচ্ছে না বিদেশও। কলকাতার দুর্গা পুজোর স্বাদ প্রবাসীরা বিদেশের মাটিতে বসে চেটেপুঁটে উপলব্ধি করতে নিউ জার্সিতেই গড়ে উঠবে কলকাতা।

মার্কিন মুলুকে সব থেকে বেশি বাঙালির বসবাস নিউ জার্সিতে। সেখানে অনেক দুর্গাপুজো হয়। সেগুলোর মধ্যে স্বতন্ত্রভাবে জায়গা করে নিয়েছে ত্রিনয়নীর দুর্গাপুজো। এর আগে মাত্র ২ বছর পুজো করেছিল এই পুজো কমিটি। প্রথম থেকেই থিমে চমক দিচ্ছে এই পুজো কমিটি। প্রথমবার থিম ছিল যামিনী রায়ের শিল্প। দ্বিতীয়বার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালি’ উপন্যাসের ‘নিশ্চিন্দপুর’ গ্রাম। তবে এবার সবকিছুকে ছাপিয়ে ‘City Of Joy’ কলকাতা-দেখা যাবে নিউ জার্সিতে।

নিউ জার্সি এবং পেনসিলভেনিয়ার বাঙালিদের এই পুজোর থিমকে বাস্তবায়িত করেন পুজো কমিটির সদস্যরাই। কলকাতার মেট্রো, ট্রাম, হাতে টানা রিক্সা, হাওড়া ব্রিজের শিল্পকর্ম হাতে তৈরি করেছেন উদ্যোক্তারা। এবছর সেখানে পুজো হবে ১২ ও ১৩ অক্টোবর। এই দুইদিন পুজোর আনন্দে সামিল হন মার্কিন মুলুকের বাসিন্দারাও।

You might also like!