Festival and celebrations

2 months ago

Durga Puja 2024: নিউ জার্সি হয়ে উঠবে কলকাতা! বিদেশের মাটিতে কিভাবে দুর্গাপুজোয় সামিল হবেন প্রবাসীরা?

Durga Puja of New Jersey
Durga Puja of New Jersey

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কলকাতা জুড়ে এখন চলছে পুজোর আমেজ। মা উমা মর্তে আসার আর হাতে গোনা মাত্র ১১ দিনের অপেক্ষা। এই আবহে নানা থিমের মেলায় সাজচ্ছে কলকাতা। তবে বাদ যাচ্ছে না বিদেশও। কলকাতার দুর্গা পুজোর স্বাদ প্রবাসীরা বিদেশের মাটিতে বসে চেটেপুঁটে উপলব্ধি করতে নিউ জার্সিতেই গড়ে উঠবে কলকাতা।

মার্কিন মুলুকে সব থেকে বেশি বাঙালির বসবাস নিউ জার্সিতে। সেখানে অনেক দুর্গাপুজো হয়। সেগুলোর মধ্যে স্বতন্ত্রভাবে জায়গা করে নিয়েছে ত্রিনয়নীর দুর্গাপুজো। এর আগে মাত্র ২ বছর পুজো করেছিল এই পুজো কমিটি। প্রথম থেকেই থিমে চমক দিচ্ছে এই পুজো কমিটি। প্রথমবার থিম ছিল যামিনী রায়ের শিল্প। দ্বিতীয়বার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালি’ উপন্যাসের ‘নিশ্চিন্দপুর’ গ্রাম। তবে এবার সবকিছুকে ছাপিয়ে ‘City Of Joy’ কলকাতা-দেখা যাবে নিউ জার্সিতে।

নিউ জার্সি এবং পেনসিলভেনিয়ার বাঙালিদের এই পুজোর থিমকে বাস্তবায়িত করেন পুজো কমিটির সদস্যরাই। কলকাতার মেট্রো, ট্রাম, হাতে টানা রিক্সা, হাওড়া ব্রিজের শিল্পকর্ম হাতে তৈরি করেছেন উদ্যোক্তারা। এবছর সেখানে পুজো হবে ১২ ও ১৩ অক্টোবর। এই দুইদিন পুজোর আনন্দে সামিল হন মার্কিন মুলুকের বাসিন্দারাও।

You might also like!