Country

4 days ago

Goods train accident : রেল প্রশাসন সম্পূর্ণ সতর্ক রয়েছে, উপর্যুপরি ট্রেন লাইনচ্যুত হওয়া প্রসঙ্গে অশ্বিনী বৈষ্ণব

Ashwini Vaishnaw (symbolic picture)
Ashwini Vaishnaw (symbolic picture)

 

জয়পুর, ২৪ সেপ্টেম্বর : দেশের বিভিন্ন রাজ্যে সাম্প্রতিক কিছু দিন ধরে ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেই চলেছে, মঙ্গলবারই পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে দুর্ঘটনার কবলে পড়ে একটি মালগাড়ি। আবার সম্প্রতি রেললাইন থেকে উদ্ধার হয় গ্যাস সিলিন্ডার। উপর্যুপরি এই ট্রেন দুর্ঘটনা ও নাশকতার চেষ্টা প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বললেন, "রেল প্রশাসন সম্পূর্ণ সতর্ক রয়েছে, আমরা সমস্ত রাজ্য সরকার, রাজ্যের ডিজিপি, স্বরাষ্ট্র সচিবদের সঙ্গে যোগাযোগ করছি। এনআইএ–ও তৎপর রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

মঙ্গলবার রাজস্থানের জয়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেলের কবচ প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, "আমরা সবাই জানি, রেলওয়ের নিরাপত্তার জন্য কবচ খুব বড় প্রগতি। ২০২৪ সালের ১৬ জুলাই কবচ ৪.০ সংস্করণটি আরডিএসও দ্বারা চূড়ান্ত করা হয়েছিল। এর প্রথম ইনস্টলেশনটি সওয়াই মাধোপুর থেকে কোটা এবং নাগদা পর্যন্ত সম্পন্ন হয়েছে। আমি তা পর্যালোচনা করতে এসেছি।"

You might also like!