Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Festival and celebrations

9 months ago

Puja Parikrama NBSTC: এবছর দুদিনের পুজো পরিক্রমা এনবিএসটিসি–র

Puja Parikrama NBSTC
Puja Parikrama NBSTC

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  দুর্গা পুজো উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিয়েছে উত্তরবঙ্গ রাজ্য পরিবহন নিগম (এনবিএসটিসি) । নৈশভোজের সঙ্গে মণ্ডপ দর্শনের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এবার দুদিন পুজো পরিক্রমা করতে চলেছে এনবিএসটিসি । এই মাসের ২২ তারিখ থেকে টিকিট বিক্রি করা হবে।

পরিবহণ নিগম জানিয়েছে, চতুর্থী ও পঞ্চমীর দিনে এই পরিক্রমা হবে। আগে বিক্রি হবে পঞ্চমীর টিকিট। এরপর পঞ্চমীর টিকিট বিক্রি হয়ে গেলে চতুর্থীর টিকিট বিক্রি শুরু হবে।

পরিবহণ নিগমের ব্যবস্থাপনা পরিচালক দীপঙ্কর পিপলাই বলেন, 'গত বছর আমরা পূজা পরিক্রমায় ভালো সাড়া পেয়েছি। ষষ্ঠী থেকে ব্যারিকেড করা হয় বলে তাই এবার চতুর্থী ও পঞ্চমীতে পূজা পরিক্রমার আয়োজন করা হচ্ছে। তেনজিং নোরগে বাস টার্মিনালের টিকিট কাউন্টার থেকে পূজা পরিক্রমার টিকিট পাওয়া যাবে।

পরিবহণ নিগমের শিলিগুড়ি বিভাগীয় ব্যবস্থাপক শ্যামল সরকার জানিয়েছেন যে, দু'দিনই সন্ধ্যা ৬টা নাগাদ বাসটি তেনজিং নোরগে বাস টার্মিনাল থেকে ছাড়বে। এরপর বাসটি চম্পাসারি, রেল কলোনি, দেশবন্ধুপদ, সুভাষপল্লী, রবীন্দ্রনগর, রথখোলা হয়ে টার্মিনালে ফিরবে। রাত ও সন্ধ্যার খাবারের জন্য ৩৫০ টাকা চার্জ করা হবে। এবার পরিক্রমার জন্য ৩৯টি আসন থাকবে। গত বছর একদিনেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। তাই গতবারের চাহিদার কথা মাথায় রেখে এ বছর দু’দিনের পূজা পরিক্রমা করার সিদ্ধান্ত নিয়েছেন পরিবহণ নিগমের পরিচালকরা।


You might also like!