Breaking News
 
AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী! Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা!

 

Technology

11 months ago

Huawei Nova Flip: ডুয়াল ডিসপ্লের দুর্দান্ত ফোন লঞ্চ হল Huawei Nova Flip স্মার্টফোন, জেনে নিন দাম

Huawei Nova Flip
Huawei Nova Flip

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ লঞ্চ হওয়ার পর থেকেই বাজারে একের পর এক ফ্লিপ-ফোল্ড ফোন আনতে শুরু করেছে প্রতিযোগী সংস্থারা। এবার যেমন হুয়াওয়ে একটি অত্যাধুনিক ফ্লিপ ফোন নিয়ে হাজির হল, যার নাম নোভা ফ্লিপ। এটি হুয়াওয়ে নোভা সিরিজের প্রথম ক্ল্যামশেল ডিজাইনের ফ্লিপ স্মার্টফোন। এতে ওলেড এলটিপিও প্রাইমারি ডিসপ্লের পাশাপাশি কভার স্ক্রিন রয়েছে। এটি মিলবে প্লেন লেদার ও গ্লাস ভ্যারিয়েন্টে। চলুন হুয়াওয় নোভা ফ্লিপের দাম সহ খুঁটিনাটি জেনে নিই।

Huawei Nova Flip এর দাম

Huawei Nova Flip স্মার্টফোনটির 12GB+256GB মডেলের দাম 5,288 ইউয়ান অর্থাৎ প্রায় 62,200 টাকা রাখা হয়েছে।

মিড মডেল 12GB+512GB ভেরিয়েন্টের দাম 5,688 ইউয়ান অর্থাৎ প্রায় 67,000 টাকা রাখা হয়েছে।

টপ মডেল 12GB+1TB স্টোরেজ অপশন 6,488 ইউয়ান অর্থাৎ প্রায় 76,400 টাকা দামে পেশ করা হয়েছে।

Huawei Nova Flip স্মার্টফোনটি নিউ গ্রীন, স্টারি ব্ল্যাক, জিরো হোয়াইট এবং সাকুরা পিঙ্ক এর মতো চারটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

Huawei Nova Flip এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Huawei Nova Flip স্মার্টফোনটিতে 2690 x 1136 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.94 ইঞ্চির OLED LTPO ফোল্ডেবল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz পর্যন্ত ভেরিয়েবল রিফ্রেশ রেট, 1200 নিটস পর্যন্ত ব্রাইটনেস এবং 1440Hz হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং সাপোর্ট করে। অন্যদিকে ব্যাক প্যানেলে 60Hz রিফ্রেশ রেটযুক্ত 2.15-ইঞ্চির OLED কভার স্ক্রিন যোগ করা হয়েছে।

প্রসেসর: Huawei Nova Flip স্মার্টফোনটি জার্মানি ওএস 4.2 সহ কাজ করে। এই ফোনে কিরিন 8000 চিপসেট রয়েছে। লো পারফরমেন্সের দিক থেকে এটি বেশ ভালো।

স্টোরেজ: এই ফ্লিপ স্মার্টফোনটি তিনটি স্টোরেজ অপশন সহ পেশ করা হয়েছে। এতে 12 জিবি RAM সহ 256 জিবি, 512 জিবি এবং 1টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: এই ফোনটির কভার স্ক্রিনের পাশে ডুয়েল-ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপে 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স, 1/1.56-ইঞ্চির RYYB সেন্সর এবং f/1.9 অ্যাপারচারযুক্ত 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Huawei Nova Flip স্মার্টফোনটিতে 66W রেপিড চার্জিং সাপোর্টেড 4,400mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই স্মার্টফোনটিতে সিকিউরিটির জন্য সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম সুপার অ্যাক্সেলেরেশন, দুর্বল সিগন্যালের ক্ষেত্রে এনহ্যান্স মোড, ওয়াই-ফাই 6, ব্লুটুথ 5.2 এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।

ডায়মেনশন এবং ওজন: হুয়াই নোভা ফ্লিপ ফোনের ম্যাটেরিয়ালের ওপর নির্ভর করে বিভিন্ন মডেলের ডায়মেনশন আলাদা আলাদা। ফোনটির লেদার ভার্সন ফোল্ড হলে থিকনেস 15.08 মিমি এবং গ্লাস ভার্সনের ক্ষেত্রে 15.12 মিমি। একইভাবে আনফোল্ড হলে থিকনেস যথাক্রমে 6.88 মিমি এবং 6.9 মিমি। এছাড়া লেদার মডেলের ওজন 195 গ্রাম এবং গ্লাস মডেলের ওজন 199 গ্রাম।


You might also like!