Technology

2 months ago

You Tube Pause Ads: 'পজ অ্যাডস' নিয়ে কী বলছেন ইউজাররা? ফিচারটি নিয়ে নয়া পরিকল্পনা ইউটিউবের

You Tube Pause Ads
You Tube Pause Ads

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-ইউটিউবের 'পজ অ্যাডস' নিয়ে নানা মুনির নানা মত। কেউ তিতিবিরক্ত, কারও কথায়, এমনটাই স্বাভাবিক। কিন্তু, কী এই 'পজ অ্যাডস', যা নিয়ে দ্বিধাবিভক্ত নেটদুনিয়া? আপনি যখন ইউটিউবে কোনও ভিডিয়ো দেখেন, তখন, সেই ভিডিয়ো পজ করার পর একাধিক ভিডিয়ো আসতে থাকে। সেগুলি আসলে বিজ্ঞাপন। ইউজারদের মতে, যার অধিকাংশই সম্পূর্ণ 'অপ্রাসঙ্গিক'। অর্থাৎ, মূল ভিডিয়োর সঙ্গে কোনওভাবেই সম্পর্কযুক্ত নয়। এই প্রক্রিয়াটি ইউটিউবে প্রথম শুরু হয় গত বছর। তারপর ক্রমে এর সংখ্যাধিক্যে জেরবার ইউজাররা! এই বিজ্ঞাপনগুলির কোনওটা স্ট্যাটিক ইমেজ। কোনওটা শর্ট ভিডিয়োর লুপ। তবে, এই ভিডিয়োগুলি এখনই বন্ধ করার কোনও অভিপ্রায় নেই ইউটিউব কর্তৃপক্ষের।

জানা গিয়েছে, এই ধরনের বিজ্ঞাপন থেকে প্রচুর আয় হতে শুরু করায় ইউটিউব সিদ্ধান্ত নিয়েছে, 'পজ অ্যাডস' চলবে। শুধু চলবেই না, এর পরিমাণও বৃদ্ধি করা হবে আরও।

ভিডিয়ো চলাকালীন বিজ্ঞাপন তো ছিলই। এবার, যদি ভিডিয়ো পজ করার পরেও ইউটিউবে বিজ্ঞাপন আসতে থাকে, তাহলে তা কি ব্যবসার বৃহত্তর স্বার্থের জন্য কোনওভাবে সদর্থক?জানা গিয়েছে, ইউটিউব কর্তৃপক্ষ একপ্রকার নিশ্চিত যে, অনলাইন ব্যবসায় এই 'পজ অ্যাডস' ক্রমে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে।

এটির জন্য ২০২৩ সালে বিজ্ঞাপনদাতাদের একটি ছোট গোষ্ঠীর সঙ্গে একটি পাইলট প্রোজেক্ট শুরু করা হয়েছিল। চলতি বছরের এপ্রিলের শুরুতে গুগলের চিফ বিজনেস অফিসার ফিলিপ শিন্ডলার শেয়ার করেছেন যে পরীক্ষামূলকভাবে শুরু করা এই 'পজ অ্যাডস' গুগল এবং বিজ্ঞাপন সংস্থাগুলির জন্য আর্থিকভাবে উপকারী বলে প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, সমস্ত ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে ইউটিউবই প্রথম 'পজ অ্যাডস' চালু করেছে, এমনটা নয়। এর আগে ইতিমধ্যেই, জিও সিনেমা, ডিজনি প্লাস হটস্টার এবং জি ফাইভে এই ফিচারটি রয়েছে। যা তাঁদের বিনামূল্যের ও কম বিনিয়োগের গ্রাহকদের জন্য চালু করা হয় বছরখানেক আগেই।

You might also like!