Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Technology

3 months ago

Vodafone plan: সিনেমা ও সিরিজপ্রেমীদের জন্য সুখবর, Vi আনল ফ্যামিলি পোস্টপেইড প্ল্যান!

Vodafone plan
Vodafone plan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভোডাফোন-আইডিয়া (Vi) তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নতুন একটি আকর্ষণীয় পোস্টপেইড ফ্যামিলি প্ল্যান, যার খরচ মাত্র ৮৭১ টাকা প্রতি মাসে। মূলত সিনেমা ও ওয়েব সিরিজপ্রেমীদের কথা মাথায় রেখেই এই প্ল্যানটি বাজারে এনেছে সংস্থা। পরিবারভিত্তিক এই ফ্যামিলি প্যাক-এ থাকছে একাধিক ডিজিটাল ও ট্র্যাভেল সুবিধা। Vi-র নতুন পোস্টপেইড ফ্যামিলি প্ল্যানে গ্রাহকরা পাবেন দুটি মোবাইল কানেকশন – একটি প্রাইমারি এবং একটি সেকেন্ডারি। এই প্ল্যানের সবচেয়ে বড় আকর্ষণ হল নেটফ্লিক্স বেসিক সাবস্ক্রিপশন, যা শুধুমাত্র প্রাইমারি ইউজারদের জন্য প্রযোজ্য। এছাড়াও, গ্রাহকরা ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ  ১২০ জিবি ডেটা, যার মধ্যে প্রাইমারি ইউজার পাবেন ৭০ জিবি এবং সেকেন্ডারি ইউজার পাবেন ৪০ জিবি পর্যন্ত।

অতিরিক্ত সুবিধার তালিকাঃ 

• আনলিমিটেড ভয়েস কলিং দেশের যেকোনও নম্বরে;

• ৫জি পরিষেবা নির্দিষ্ট কিছু শহরে উপলব্ধ;

• প্রতি মাসে ৩০০০ SMS;

• অ্যামাজন প্রাইম, ডিজনি+ হটস্টার, সোনিLIV, ফ্যানকোড – এই চারটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে যে কোনও একটি বেছে নেওয়ার সুযোগ, শুধুমাত্র প্ল্যানের অংশ হিসেবেই। 

Vi জানিয়েছে, এই নতুন ফ্যামিলি রিচার্জ প্ল্যানটি ছোট পরিবারগুলোর প্রয়োজন ও বিনোদনের অভ্যাসকে মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। ডিজিটাল কনটেন্টের চাহিদা দিন দিন বাড়ায়, এই ধরনের ওটিটি-সক্ষম প্ল্যান নিঃসন্দেহে ওটিটি প্রেমীদের মন জয় করবে। মাত্র ৮৭১ টাকায় এত কিছু সুবিধা সহ Vi-র এই ফ্যামিলি পোস্টপেইড প্ল্যান গ্রাহকদের জন্য এক দারুণ প্যাকেজ হয়ে উঠতে চলেছে। যারা নিয়মিত ওটিটি কনটেন্ট উপভোগ করেন ও পরিবারের মধ্যে কানেক্টিভিটি ভাগ করে নিতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ পছন্দ হতে পারে।


You might also like!