Life Style News

2 months ago

Skin Care: অল্প বয়সেই বুড়িয়ে যাচ্ছেন? এই ক্যাপসুলেই আছে যৌবন ধরে রাখার মন্ত্র

Skin Care
Skin Care

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- নিজেকে সুন্দর রাখতে সকলেই চায়। কিন্তু কর্মব্যস্ততার চাপে নিজের দিকে নজরই দিতে পারেন না অনেকে। এর দরুন মুখে র‍্যাশ, ব্রণ সহ নানা সমস্যা দেখা দেয়। অনেক সময় নানা বিউটি পোডাক্ট ব্যবহার করেও কোন কাজ হয় না। সেই পরিস্থিতিতে অব্যর্থ হল ভিটামিন-ই ক্যাপ্সুল। এই ক্যাপসুল আমাদের ত্বককে রক্ষা করার পাশাপাশি পুষ্টিও প্রদান করে, তাই মুখের যে কোনও সমস্যার একমাত্র সলিউশন হতে পারে এই ভিটামিন ই ক্যাপসুল।

ব্রণ হওয়ার পর যদি মুখে দাগ হয়ে যায়। তাহলে রোজ রাতে ঘুমানোর আগে ভিটামিন ই ক্যাপসুল থেকে শুধুমাত্র জেল বের করে নিয়ে একদম ব্রণর দাগের উপর লাগান। যতদিন না ত্বকের এই দাগ মিলিয়ে যাচ্ছে ততদিন আপনার মুখে এই ভিটামিন ই ব্যবহার করুন । এই ক্যাপসুলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বকের দাগ ছোপ দূর করতে সাহায্য করে এবং মৃত কোষগুলিকে সরিয়ে দেয়। সারারাত চোখের নিচে ভিটামিন ই লাগিয়ে রাখলে যাদের চোখের নীচে কালো দাগ আছে, সেই দাগ দূর হবে। তবে জেল লাগানোর পর হালকা করে ম্যাসাজ করতে হবে। এটা প্রতিদিন লাগালে ডার্ক সার্কেল এর সমস্যাও দূর হবে।

You might also like!