Technology

4 months ago

Lava Phones: ৬৫০০ টাকার কম দামে পেয়ে যাবে ঝাঁ-চকচকে স্মার্টফোন,জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Lava Yuva Star 4G
Lava Yuva Star 4G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসস্তায় স্মার্টফোন কিনতে চাইলে লাভা সংস্থার নতুন ফোন (Lava Mobiles) সম্পর্কে জেনে নিন। লাভা ইয়ুভা স্টার ৪জি ফোন (Lava Yuva Star 4G Phone) ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর Unisoc চিপসেট। লাভা- র এই ফোনে রয়েছে ৪ জিবি পর্যন্ত র‍্যাম। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) অর্থাৎ এআই যুক্ত ক্যামেরা ফিচার রয়েছে এই ফোনে। লাভা ইয়ুভা স্টার ৪জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪ গো এডিশন অপারেটিং সিস্টেমের সাহায্যে পরিচালিত হবে এই ফোন। তিনটি রঙে এবং একটিই র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে লাভা ইয়ুভা স্টার ৪জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। 

Lava Yuva Star 4G এর দাম এবং সেল

ভারতে Lava Yuva Star ফোনটি সিঙ্গেল 4জিবি +64 জিবি স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে।

এই ফোনটির দাম মাত্র 6,499 টাকা রাখা হয়েছে। এই ফোনটি পুরো ভারতীয় বাজারের রিটেইল আউটলেটগুলিতে সেল করা হবে।

প্রিমিয়াম গ্লসি ব্যাক ডিজাইন সহ Lava Yuva Star 4G ফোনটি হোয়াইট, ব্ল্যাক এবং ল্যাবেন্ডার এর মতো তিনটি কালার অপশনে সেল করা হবে।

ডিসপ্লে: Lava Yuva Star 4G স্মার্টফোনটিতে 6.75 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 60Hz রিফ্রেশ রেট রয়েছে। ফলে দুর্দান্ত ডিসপ্লে উপভোগ করা যাবে।

প্রসেসর: Lava Yuva Star স্মার্টফোনটিতে UNISOC 9863A অক্টাকোর চিপসেট দেওয়া হয়েছে। এই চিপসেট এন্ট্রি লেবল এবং এই দামে অসাধারণ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

স্টোরেজ: এই ফোনটিতে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটিতে 4জিবি ভার্চুয়াল ফিচারের সহযোগিতায় 8জিবি পর্যন্ত বাজান যাবে।

ক্যামেরা: Lava Yuva Star 4G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি অন্য AI লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনটিতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

ওএস: Lava Yuva Star 4G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 গো এডিশন সহ কাজ করে।

অন্যান্য: এই স্মার্টফোনটিতে ডুয়েল সিম 4G, ওয়াই-ফাই, ব্লুটুথ, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।

You might also like!