Technology

10 months ago

চলুন Samsung Galaxy A05 স্মার্টফোনের দাম, লভ্যতা এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক

Samsung Galaxy A05
Samsung Galaxy A05

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Samsung গত সেপ্টেম্বরে Galaxy A05 এবং A05s নামের দুটি নতুন স্মার্টফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল। যার মধ্যে দ্বিতীয়টি ইতিমধ্যেই অর্থাৎ গত মাসে এদেশে আত্মপ্রকাশ করেছে। আবার আজ অর্থাৎ ২৪শে নভেম্বর দক্ষিণ কোরিয়ার এই টেক জায়ান্টটি Samsung Galaxy A05 মডেলের ঘোষণা করলো ভারতে। এটি বাজেট-রেঞ্জের অধীনে এসেছে এবং একাধিক উল্লেখযোগ্য ফিচার অফার করে। যেমন এতে – HD+ ডিসপ্লে প্যানেল, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম ইউজার ইন্টারফেস এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি পাওয়া যাবে। এছাড়া ইউজারদের ডেটা সুরক্ষিত রাখার জন্য এতে ফেস আনলক ফিচারও বিদ্যমান। চলুন Samsung Galaxy A05 স্মার্টফোনের দাম, লভ্যতা এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A05 এর দাম

ভারতের বাজারে Samsung Galaxy A05 ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 4GB RAM + 64GB মেমরি রয়েছে এবং এর দাম রাখা হয়েছে 9,999 টাকা। একইভাবে এই ফোনের বড় মডেলটি 12,499 টাকা দামে 6GB RAM + 128GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। ফোনটি Light Green, Silver ও Black কালারে সেল করা হবে এবং SBI credit card ইউজাররা ফোনটি কিনলে 1,000 টাকা ক্যাশব্যাক পাবেন।

Samsung Galaxy A05 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Samsung Galaxy A05 ফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ওয়াটার ড্রপ নচ স্টাইলের স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ওয়ানইউআইতে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি85 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: Samsung Galaxy A05 ফোনে virtual RAM ফিচার রয়েছে। এর সাহায্যে ফোনের ইন্টারনাল RAM এর সঙ্গে 6GB অতিরিক্ত RAM যোগ করা যায় এবং এতে 12GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। কোম্পানি এই ফিচারের নাম রেখেছে RAM Plus ফিচার।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সঙ্গে 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সিং লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 25W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

অন্যান্য: Samsung Galaxy A05 ফোনে চার বছরের সিকিউরিটি আপডেট এবং 2 বছরের অ্যান্ড্রয়েড ওএস আপডেট পাওয়া যাবে। এই ফোনে ডুয়েল সিম 4জি, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.3 এবং জিপিএসের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।


You might also like!