Festival and celebrations

2 months ago

Durga Puja 2024: দুর্গাপুজোতে লক্ষ্মীর থিম! জানেন কোন পুজো প্যান্ডেলে এই থিম?

Bidhanagar Durga Puja
Bidhanagar Durga Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  বিধাননগর বিধানসংঘের পুজো এ বছর ৫৬ তম বর্ষে পদার্পন করেছে। তারা গত ২০/২২ বছর ধরেই থিম পুজো করে আসছে।পুজো কমিটির পক্ষ থেকে বিশ্বজিৎ সাহা বলেন, এক সময় বাঙালি খুবই ভালো ব্যবসা করতেন। পরে জমিদারি ব্যবস্থার পাত্তনের পরে বাঙালি ধীরে ধীরে ব্যবসা থেকে সরে গিয়ে চাকরির দিকে ঝুঁকে পরে। এর ফলে বাঙালি বণিক এখন আর দেখা যায় না।

কিন্তু বাঙালিকে আবার ব্যবসার জগতে ফিরে যাওয়ার বার্তা তারা দিছেন। তিনি বলেন, একজন যদি ব্যবসার জগতে প্রবেশ করেন, তাহলে সেই ব্যবসাকে কেন্দ্র করে আরও কয়েক জনের কর্ম সংস্থান হতে পারে। এই বার্তাই তারা এবার সকলের সামনে তুলে ধরতে চাইছেন। তাদের বিশ্বাস আগের বছরগুলোর থেকেও এ বছর তাদের মন্ডপে অনেক বেশি মানুষের ভিড় হবে।

You might also like!