Festival and celebrations

3 hours ago

Durga Puja 2024: অন্ধকার সময়ে পুজোর থিম 'সিটি অফ জয়'! নিউজার্সিতে গড়ে উঠছে স্বপ্নের কলকাতা

Durga Puja 2024
Durga Puja 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ঘোর অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এরই মধ্যে দেবী পক্ষ পড়ছে, অকাল বোধনের জন্য তৈরি হচ্ছে প্রকৃতি। কলকাতার আকাশেও শরতের রোদ উঠছে, কিন্তু উৎসবের মেজাজ খানিকটা ফিকে। কলকাতা থেকে কয়েক হাজার মাইল দুরে একটু একটু করে তৈরি হচ্ছে আরেকটা কলকাতা, যে কলকাতা হারিয়ে যাচ্ছে ক্রমশ।

এবছর তো নিউ জার্সিতেই কুড়িটির বেশি পুজো হচ্ছে। তারই মধ্যে নজর কাড়তে চলেছে ‘ত্রিনয়নী’র থিম পুজো। তবে সবচেয়ে আকর্ষণীয় হল, এবছরও তাদের মণ্ডপে অষ্টমীর অঞ্জলি হবে সংস্কৃত মন্ত্রে নয়, খাঁটি বাংলায়! মাতৃভাষায় মাতৃ আরাধনা। আর থিমে ফুটে উঠবে হারিয়ে যেতে বসা কল্লোলিনী তিলোত্তমা।

এ বছরের থিম City of Joy কলকাতা। ইতিমধ্যেই কাজ চলছে পুরোদমে। অতিথিরা এই বছর ও কিছু অনবদ্য শিল্প নমুনা অবশ্যই আশা করতে পারেন। দেশের নামী শিল্পীদের অনুষ্ঠান প্রায় সব পুজোর অঙ্গ, ‘ত্রিনয়নী’ও ব্যতিক্রম নয়। গত বছর ভূমি এবং শৌনক চট্ট্যোপাধ্যায়ের অনুষ্ঠানের পাশাপাশি ‘ত্রিনয়নী’র নিজস্ব শ্রুতিনাটক ও গানের প্রযোজনা মন কেড়েছিল সবার। এবছর ‘ত্রিনয়নী’তে আসছেন রাঘব চট্ট্যোপাধ্যায় এবং সোমলতা আচার্য।

‘ত্রিনয়নী’র জনপ্রিয়তার অন্যতম স্তম্ভ তাদের অসাধারণ খাওয়াদাওয়া এবং আতিথেয়তা। দুদিন ধরে ভোগ এবং আমিষ ও নিরামিষ খাবারের অঢেল আয়োজন থাকে এই পুজোয়। সদস্যরা নিজেরা পরিবেশন করে গরম খাবার খাওয়ান অতিথিদের। সঙ্গে থাকে বিশেষ বাঙালি মিষ্টি। বাঙালি তো বটেই, অবাঙালি অতিথিরাও খাবারের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। প্রেসিডেন্ট শ্রী সুমিত দের মতে, এই সব কিছুকে ছাপিয়ে যা মানুষকে ‘ত্রিনয়নী’র পুজোর সঙ্গে একাত্ম করে তা হলো সদস্যদের আন্তরিকতা ও আতিথেয়তা এবং অবশ্যই এবছরের বাংলায় অঞ্জলির বিষয়টি। এ বছর ত্রিনয়নীর পুজো হচ্ছে ১২ ও ১৩ই অক্টোবর অর্থাৎ সপ্তাহান্তে। শহর কলকাতার অলিগলি, ইমারত আর জিভে জল আনা খাবার নিয়ে তৈরি টিম ‘ত্রিনয়নী’।


You might also like!