Technology

10 months ago

Facebook Tips: আপনার ফেসবুক প্রোফাইল কি হ্যাক হয়েছে? জেনে নিন সহজ এই উপায়ে

Facebook
Facebook

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসোশ্যাল মিডিয়া অ্যাপগুলির মধ্যে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ফেসবুক। বন্ধুদের সঙ্গে গল্প করার পাশাপাশি নিজের পছন্দের বিভিন্ন কন্টেন্ট তুলে ধরার সুযোগ রয়েছে এই প্ল্যাটফর্মে। কিন্তু বিভিন্ন সময় অনেকেই ফেসবুক প্রোফাইল হ্যাক হওয়ার অভিযোগ তোলেন। যা সত্যিই চিন্তার। কারণ কোনও কারণে ফেসবুক প্রোফাইল হ্যাক হলে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ভয় থাকে।

ফেসবুক অ্যাপে রয়েছে একটি বিশেষ ফিচার। যার মাধ্যমে আপনার অ্য়াকাউন্ট হ্যাক হয়েছে কিনা বুঝতে পারবেন। ফেসবুক অ্য়াপের সেটিংস অপশনে রয়েছে Where you are Logged in অপশন। সেখান থেকে বুঝতে পারবেন আপনার নিজস্ব ডিভাইস ছাড়া অন্য কোনও ডিভাইস থেকে আপনার প্রোফাইল লগ ইন করা হচ্ছে কিনা। এবং যদি কোনও অপরিচিত ডিভাইস দেখতে পান তাহলে তা লগ আউটও করে দিতে পারবেন।

জেনে নিন কীভাবে এই ফিচারটি ব্যবহার করতে পারবেন?

প্রথমে সেটিংস অপশনে ট্যাপ করুন

তারপর অ্য়াকাউন্ট সেন্টারে ঢুকতে হবে

সেখানে রয়েছে পাসওয়ার্ড অ্য়ান্ড সিকিওরিটি। সেখানে ট্যাপ করুন

এরপর Where you are logged in অপশনে ট্যাপ করলেই জানতে পারবেন কোন কোন ডিভাইস থেকে আপনার অ্য়াকাউন্ট লগ ইন হয়েছে।


You might also like!