West Bengal

3 hours ago

Nashipur rail project : নসিপুর রেল সেতুর উদ্বোধনের প্রতীক্ষায়, অধীর চৌধুরীর দীর্ঘ লড়াইয়ের সফলতা দাবি কংগ্রেসের

Nashipur rail project (symbolic picture)
Nashipur rail project (symbolic picture)

 

মুর্শিদাবাদ, ১ অক্টোবর : দীর্ঘ ২৫ বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে অবশেষে নসিপুর রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে চলেছে। আগামীকাল, ২ অক্টোবর, এই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। প্রাক্তন সাংসদ ও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরীর দীর্ঘ লড়াইয়ের ফলেই এই সেতু চালু হতে যাচ্ছে। মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে এমনটাই জানানো হয়। চেয়ারম্যান মিডিয়া এন্ড আউটরিচ সৌম্য আইচ রায় এক বিবৃতিতে একথা জানিয়েছেন।

তিনি জানান, অধীর রঞ্জন চৌধুরী সাংসদ থাকাকালীন, প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের সহযোগিতায় আজিমগঞ্জ-জিয়াগঞ্জ রেলপথের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। এরপর থেকে তিনি এই সেতু চালুর জন্য একাধিকবার সরকারের বিভিন্ন স্তরে দরবার করেছেন এবং ক্লান্তিহীন লড়াই চালিয়ে গেছেন।

নবনির্মিত নসিপুর সেতুর মাধ্যমে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে বিকল্প রেল যোগাযোগ তৈরি হয়েছে, যা দুই অঞ্চলের মানুষদের জন্য বিশাল সুবিধা বয়ে আনবে। আগামীকাল থেকে চার জোড়া মেমো প্যাসেঞ্জার ট্রেন চলাচল করবে এই রুটে। ট্রেন চলাচলের সঠিক সময়সূচি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। অধীর চৌধুরীর দূরদর্শী নেতৃত্ব এবং মানুষের প্রতি তাঁর অপরিসীম ভালোবাসা এই প্রকল্পটিকে সফল করেছে। মুর্শিদাবাদের মানুষ অধীর বাবুর এই অবদানের জন্য তাঁকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।

You might also like!