জলপাইগুড়ি, ১৪ আগস্ট : ইঞ্জিনে ত্রুটির কারণে বৃস্পতিবার জলপাইগুড়িতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকল পদাতিক এক্সপ্রেস। জলপাইগুড়ির বেলাকোবা ও রানিনগর স্টেশনের মাঝে এক ঘণ্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকে নিউ আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেস। তবে, নতুন ইঞ্জিন নিয়ে আসায় বেলা ১১টা ২৫ মিনিটে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। দীর্ঘ সময় ট্রেন দাঁড়িয়ে থাকায় চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, ১২৩৭৭ আপ পদাতিক এক্সপ্রেস ইঞ্জিনের ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে ছিল। পরে এনজেপি থেকে নতুন ইঞ্জিন নিয়ে এসে ট্রেনটিকে রওনা করানো হয়।