Breaking News

 

West Bengal

2 months ago

Serampore fire news:শ্রীরামপুরের কারখানায় অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

Serampore factory fire
Serampore factory fire

 

হুগলি, ১৭ আগস্ট : হুগলির শ্রীরামপুর থানার পিয়ারাপুর দিল্লি রোডের পাশে গেঞ্জি কারখানায় রবিবার ভোরে আগুন লাগেঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছয়শুরু হয় আগুন নিয়ন্ত্রণের চেষ্টাবেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে

জানা যাচ্ছে, এই কারখানায় পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলার-র উদ্যোগে বিনামূল্যে রেডিমেড পোশাক তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। ছুটির দিনেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তবে এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে।

You might also like!