Life Style News

3 months ago

Facial Hair: অবাঞ্ছিত লোমের কারণে অস্বস্তি? রইল মুক্তি পাওয়ার পাঁচ ঘরোয়া উপায়

Facial Hair
Facial Hair

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অবাঞ্ছিত লোমের কারণে অনেকেই সমস্যায় ভোগেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে ওয়াক্সিং কিংবা থ্রেডিংয়ের উপর ভরসা রাখেন অনেকেই। কিন্তু ওয়াক্সিং বা থ্রেডিং করতে নিষেধই করেন বিশেষজ্ঞরা। তাই আজ রইল ঘরোয়া পদ্ধতিতে অবাঞ্ছিত লোম দূর করার পাঁচ উপায়।

বেসন এবং দই মাস্ক

বেসন ও দইয়ের মিশ্রণ মুখে লাগিয়ে ম্যাসাজ করলে অবাঞ্ছিত লোম দূর হয়। এটি মুখের ত্বককে পরিষ্কার এবং উজ্জ্বল করতেও সাহায্য করে।

হলুদ এবং দুধের মাস্ক

হলুদ ও দুধ মিশিয়ে মাস্ক বানিয়ে মুখে লাগালে অবাঞ্ছিত লোম কমে যায় এবং ত্বক নরম হয়। এছাড়াও হলুদে অ্যান্টিসেপটিক গুণ রয়েছে, যা ত্বককে পরিষ্কার রাখে।

পেঁপের মাস্ক

পেঁপেতে রয়েছে প্যাপেইন এনজাইম। এই উপাদান মুখের অবাঞ্ছিত লোম দূর করে। সপ্তাহে তিনদিন পেঁপে স্ম্যাশড করে মাস্ক লাগাতে পারেন।

আদা ও মধুর পেস্ট

আদা ও মধুর পেস্ট বানিয়ে মুখে মাখলে অবাঞ্ছিত লোম কমে যায়। আদার মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য যা ত্বকের জন্য খুবই উপকারী।

উবটান

আয়ুর্বেদিক উবটান মুখের অবাঞ্ছিত লোম দূর করার জন্য খুবই উপকারী। এতে রয়েছে হলুদ, চন্দন এবং অন্যান্য আয়ুর্বেদিক উপাদান। এই উপাদানগুলি অবাঞ্ছিত লোম দূর করার পাশাপাশি ত্বক পরিষ্কার করে।


You might also like!