Country

6 hours ago

Mayawati: সরকার ও বিরোধী দলের উচিত একত্রে সুনির্দিষ্ট কৌশল নিয়ে কাজ করা,মায়াবতী

Mayawati
Mayawati

 

লখনউ, ২৮ জুলাই : ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ১৬ ঘণ্টার বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছে লোকসভায়। সোমবার বাদল অধিবেশনে এই বিশেষ আলোচনা হওয়ার কথা। আলোচনা হবে রাজ্যসভাতেও। তার আগে সরকার ও বিরোধী দলের কাছে বিশেষ অনুরোধ জানালেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। সোমবার সামাজিক মাধ্যম এক্স-এ মায়াবতী লিখেছেন, "সোমবার সংসদে 'অপারেশন সিঁদুর' নিয়ে যে আলোচনা শুরু হতে চলেছে, তা শাসক দল এবং বিরোধী দলকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে গ্রহণ করা উচিত। সরকার এবং বিরোধী দলকে একসঙ্গে একটি সুনির্দিষ্ট কৌশল নিয়ে কাজ করা উচিত, যাতে ভবিষ্যতে মহিলাদের সিঁদুর না মুছে যায় এবং মায়েদের তাঁদের পুত্রদের হারাতে না হয়। এটাই সময়ের দাবি।"

You might also like!