Country

5 hours ago

Chidambaram Slammed:বিতর্কিত মন্তব্য করে বিপাকে চিদম্বরম, অনুরাগ-সহ অনেকের তোপ কংগ্রেস নেতাকে

Chidambaram Pahalgam attack comments
Chidambaram Pahalgam attack comments

 

নয়াদিল্লি, ২৮ জুলাই : পহেলগাম হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়লেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় পালানিয়াপ্পন চিদম্বরম। তিনি বলেছেন, "পহেলগামের সন্ত্রাসীরা পাকিস্তান থেকে এসেছে তার কোনও প্রমাণ নেই।" চিদম্বরমের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর। তীব্র নিন্দা করেছেন বিজেপি সাংসদ দীপক প্রকাশ প্রমুখ।

বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর বলেছেন, "যখনই পাকিস্তান ও সন্ত্রাসের কথা আসে, তখন এমনকি পাকিস্তানও রাহুলের দখলে থাকা কংগ্রেসের মতো নিজেদের পক্ষে ততটা কথা বলে না। পাকিস্তানের পক্ষ নিতে কংগ্রেসের কী বাধ্যবাধকতা? একজন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আসা এই ধরনের বক্তব্য কংগ্রেসের মানসিকতা প্রকাশ করে।"

দীপক প্রকাশ বলেছেন, "এখন এটা স্পষ্ট যে, কংগ্রেস বিশ্বাসঘাতকদের সঙ্গেই আছে। ভারতের জনগণ এই ধরনের কংগ্রেস নেতা এবং দলকে কখনও ক্ষমা করবে না।"

You might also like!