Life Style News

1 month ago

Liquor Price Rate: সুরাপ্রেমিদের জন্য দুঃসংবাদ,পুজোর মুখেই বাড়ছে মদের দাম! একনজরে জেনে নিন নতুন দাম!

Liquor New Price
Liquor New Price

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সামনেই দুর্গাপুজো, আর হাতে গোনা মাত্র ৬০ দিনের অপেক্ষা। এই পুজোর মুখেই প্রকাশ্যে এল মদের দাম বৃদ্ধির খবর, যা শুনে রীতিমতো চিন্তার ভাঁজ সুরাপ্রেমিদের কপালে। শোনা যাচ্ছে, প্রতি বোতল পিচ্ছু ৫ টাকা করে বৃদ্ধি পাবে মদের দাম। তবে পুজোর নয়, ১৫ আগস্টের আগেই এই নিয়ম কার্যকর হবে বলেই সূত্রের খবর।

কত হবে মদের দাম?

সূত্র মারফত জানা গিয়েছে, এখন যে JD- ৫০০ মিলি লিটারের বোতল বিক্রি হয় ১৫৫ টাকায়, তা বেড়ে হতে পারে ১৬০ টাকা। অন্যদিকে JOY এর ৬০০ মিলি লিটারের বোতলের দাম ১৫৫ টাকা। ৫০০ এমএল এর দাম ১৩০ টাকা। এগুলিরও দাম বাড়তে চলেছে। পাশাপাশি বিদেশি মদের ক্ষেত্রে উইস্কি থেকে রাম, ভোদকা, সব ক্ষেত্রেই ৩ থেকে ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে দাম বাড়তে পারে বলে জানা যাচ্ছে। 

এছাড়াও সূত্র মারফত জানা গিয়েছে, বিদেশি মদের ক্ষেত্রে ৭৫০ মিলি লিটারের এক একটি বোতলের দাম ৩০ টাকা পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে ৩৭৫ মিলি লিটারের বোতলের দাম বাড়তে পারে ২০ টাকা করে। সেই সঙ্গে ১৮০ এমএল এর বোতলের দাম বড়তে পারে ১০ টাকা করে। এদিকে দাম বৃদ্ধির খবর সামনে আসতেই একদিকে বিক্রেতারা যেমন পুরনো দামে স্টক বাড়াচ্ছেন তেমনই গত কয়েকদিনে সুরাপ্রেমীদেরও ভিড় বাড়ছে দোকানে দোকানে।

You might also like!