kolkata

2 months ago

Kunal Ghosh :সামাজিক মাধ্যম থেকে সিপিএম নেত্রীর পোস্ট প্রত্যাহারের দাবি কুণালের

Kunal Ghosh
Kunal Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- “৯০ মিলি ঝড় হয়ে গেল! কিছুই বুঝতে পারলাম না!“ এই মন্তব্য লিখে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের একটি ব্যাঙ্গাত্মক ছবি সামাজিক মাধ্যমে পোস্ট হয়েছে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জির নামে।সেই ছবি যুক্ত করে তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্সবার্তায় লিখেছেন, “ছিঃ মীনাক্ষী।

তৃণমূল নেতা ফিরহাদ হাকিম সিপিএমের রাজনৈতিক শত্রু হতে পারেন। কিন্তু তার ছবি বিকৃত করতে গিয়ে দাড়ি, বোতল, মুসলিম সমাজ, মসজিদের ছবি এনে অসম্মান, কুরুচির এই প্রতিফলন ধিক্কারযোগ্য।এই পোস্ট অবিলম্বে ডিলিট করে ক্ষমা চাওয়া উচিত। রাজনীতিতে পেরে না উঠলেই এমন বিকৃতি আসে।এ প্ররোচনামূলকভাবে কোনো ধর্মকে অপমান করা ঘোরতর অন্যায়। তবে, সিপিএম তো, এরকমই মানসিকতা স্বাভাবিক”।যদিও অভিযোগ উঠেছে, সামাজিক মাধ্যমে মিনাক্ষী মুখার্জির নামে ওই অ্যাকাউন্ট ভুয়া।

You might also like!