Entertainment

1 week ago

Sonakshi Sinha: শত্রুঘ্ন সিনহা জানেনই না একমাত্র মেয়ের বিয়ের কথা! 'তোমার থেকে এমনটা আশা করিনি'- সমাজ মাধ্যমে ট্রোলের মুখে সোনাক্ষী

Sonakshi Sinha
Sonakshi Sinha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ব্যক্তিগত জীবন নিয়ে কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছেন সোনাক্ষী সিনহা। জানা গিয়েছে, আগামী ২৩ জুন তিনি তার প্রেমিক জহির ইকবালকে বিয়ে করতে চলেছেন, মুম্বই-এর এক বিলাস বহুল হোটেলে। বিয়ের দিন রেজিস্ট্রি করবেন সোনাক্ষী ও জহির। এই দম্পতি এখনও বিয়ের খবর অফিসিয়াল করেননি। তবে তাদের বিয়ের কার্ড ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই বিষয়ে সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি এই বিষয়ে কিছুই জানেন না।

'সোনা, তোমার থেকে এটা আশা করিনি'

শত্রুঘ্ন সিনহার- থেকে এমন উত্তর পাওয়ার পর, কৌতুক অভিনেতা সুনীল পাল এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেছেন তিনি। এতে তিনি বলছেন- 'এটা বন্ধুদের জন্য ব্রেকিং নিউজ হবে। কিন্তু শত্রুঘ্ন সিনহার জন্য একটি হৃদয় বিদারক খবর। তিনি সারা জীবন 'মেরে ইয়ার কি শাদি হ্যায়' গেয়েছেন। কিন্তু নিজের মেয়ের বিয়ের কথা তিনি জানেন না। সোনা, তোমার কাছ থেকে এটা আশা করিনি। তুমি যদি তোমার বিয়েতে তোমার বাবাকে আমন্ত্রণ দাও, সে অবশ্যই আসবে।

ই-টাইমসের সঙ্গে কথা বলার সময় শত্রুঘ্ন বলেছিলেন – তার সুখই আমাদের সুখ। তিনি আমাদের চোখের মণি। আমাদের আশীর্বাদ সব সময় তার সঙ্গে আছে। অন্যদিকে সোনাক্ষীর ভাই লাভ সিনহা বিয়ের গুজব নিয়ে নীরবতা বজায় রেখেছেন।

অন্য এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শত্রুঘ্ন সিনহা বলেছিলেন- 'নির্বাচনের ফলাফলের পরে আমি দিল্লিতে এসেছি। আমি আমার মেয়ের পরিকল্পনা সম্পর্কে কারও সঙ্গে কথা বলিনি। তাহলে কি সে বিয়ে করছে? উত্তর হলো সোনাক্ষী আমাকে এই বিষয়ে কিছু বলেননি। মিডিয়ায় যা পড়েছি তা শুধু জানি। যখন সে আমাকে এবং আমার স্ত্রীকে বলবে, আমি অবশ্যই তাকে আশীর্বাদ করব।

You might also like!