West Bengal

1 day ago

Drug Bust: গাড়ি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

marijuana recovered
marijuana recovered

 

শিলিগুড়ি, ২৪ জুলাই : প্রধান নগর থানার পুলিশ একটি গাড়ি থেকে লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করেছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের নাম প্রসনজিবর্মণ এবং সমীর রায়। দুজনেই কোচবিহারের বাসিন্দা।

সূত্র অনুসারে, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে জাতীয় সড়ক-১০-এর স্টেট গেস্ট হাউসের কাছে মহানন্দা সেতুর কাছে সন্দেহভাজন হিসেবে প্রধান নগর থানার পুলিশ একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালায়তল্লাশির সময় গাড়ির বনেটের ভিতরে থাকা দুটি প্যাকেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মোট ওজন ২০ কেজি। এরপর গাড়ির চালকসহ দুজনকে গ্রেফতার করা হয়

You might also like!